ক্রীড়া ডেস্ক

  ০৭ আগস্ট, ২০১৮

কোরিয়ায় বাংলাদেশের দ্বিতীয় জয়

প্রথম অনুশীলন ম্যাচে হারলেও টানা দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবল দল। দক্ষিণ কোরিয়ায় অনুশীলনরত বাংলাদেশের ফুটবলাররা কাল শেষ প্রস্তুতি ম্যাচে হারিয়েছে চোড্যাং বিশ্ববিদ্যালয়কে। সোমবার মকপো ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে লাল-সবুজ জার্সিধারীরা জিতেছে ৩-১ গোলে। বাংলাদেশের পক্ষে গোল তিনটি করেছেন বিপলু আহমেদ, মতিন মিয়া ও রবিউল হাসান। দ্বিতীয় ম্যাচের গোলদাতা ছিলেন সা’দ উদ্দিন ও সুফিল।

কোরিয়া সফরে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে ১ আগস্ট বাংলাদেশ প্রথম প্রীতি ম্যাচে ২-০ গোলে হেরেছিল গুয়াংজু এএফসির কাছে। ৩ আগস্ট দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারায় শিহান বিশ্ববিদ্যালয় দলকে। কালকের জয়ে দক্ষিণ কোরিয়ায় জেমি ডে’র শিষ্যদের প্রস্তুতিটা ভালোই হলো।

কাল ম্যাচের ১৭ মিনিটের সময় গোল করে স্বাগতিকদের এগিয়ে দিয়েছিলেন উই চান জং। ৩৯ মিনিটে বাংলাদেশ সমতায় ফিরে বিপলু আহমেদের গোলে। ৭৮ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন মতিন মিয়া। ৮১ মিনিটে ব্যবধান বাড়ান রবিউল হাসান।

ম্যাচের পর দলের প্রধান কোচ জেমি ডে বলেছেন, ‘আমাদের খেলোয়াড়রা আগের ম্যাচের চেয়ে ভালো খেলেছে। দিন দিন তারা উন্নতি করছে। এখন আমাদের দলে কোনো ইনজুরি সমস্যা নেই। সবাই ভালো আছে।’

কোরিয়া যাওয়ার আগে বাংলাদেশ কাতারে কন্ডিশনিং ক্যাম্প করে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। কোরিয়া খেলা ম্যাচগুলো বাংলাদেশ খেলেছে সেগুলো ফিফার নিয়ম অনুসারে স্বীকৃতি পাবে দ্বিতীয় স্তরের প্রীতি ম্যাচ হিসেবে।

১১ আগস্ট দক্ষিণ কোরিয়া থেকে সরাসরি ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমস খেলতে যাবে লাল-সবুজ জার্সিধারীরা। ১৮ আগস্ট জাকার্তায় শুরু হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতা। এশিয়াড ফুটবলে বাংলাদেশের গ্রুপে আছে শক্তিশালী উজবেকিস্তান, কাতার ও থাইল্যান্ড। ফুটবল শুরু হয়ে যাবে মূল গেমস শুরু হওয়ার আগেই। ১৪ তারিখ প্রথম ম্যাচে উজবেকিস্তান, ১৬ তারিখ থাইল্যান্ড ও ১৯ তারিখ গ্রুপের শেষ ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist