ক্রীড়া ডেস্ক

  ২৪ জুলাই, ২০১৮

সাময়িক নিষিদ্ধ গুনাথিলাকা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছে তার ব্যাট। কিন্তু সিরিজ জয়ের দিনই তাকে সাময়িকভাবে নির্বাসিত করা হলো। তিনি দানুষ্কা গুনাথিলাকা। শ্রীলঙ্কা দলের অন্যতম ওপেনার। নরউইগানের এক মহিলা অভিযোগ করেন গুনাথিলাকার বন্ধু তার সামনেই সেই মহিলার শ্লীলতাহানি করেছে হোটেলের ঘরে।

গুনাথিলকার বন্ধুর নাম জানা না গেলেও সেই মহিলার অভিযোগ তারা দুইজন ছিলেন। তাদের নিয়েই কলম্বোর হোটেলে যান গুনাথিলাকা ও তার বন্ধু। ঘটনা গেল রোববারের। এরপর তাদের মধ্যে এক মহিলা সেই দ্বিতীয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনেন। যিনি ব্রিটিশ পাসপোর্ট ব্যবহারকারী শ্রীলঙ্কান। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। স্থানীয় পুলিশ বলেছেন, ‘নরউইগান ট্যুরিস্ট এক মহিলার অভিযোগের ভিত্তিতে ২৬ বছরের সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আমাদের তদন্ত চলছে।’

তিনি আরো জানিয়েছেন, গুনাথিলকার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। গত রোববার রাতেই এই অভিযোগের ওপর ভিত্তি করে এই ওপেনারকে নির্বাসিত করে দল। যদিও তাকে খেলতে দেওয়া হয়। যদিও শ্রীলঙ্কা ক্রিকেটের নিয়ম অনুযায়ী মধ্যরাতের মধ্যেই সব খেলোয়াড়কে হোটেলের ঘরে ফিরতে হবে এবং সঙ্গে কোনো অতিথি থাকা চলবে না। যত দিন না তদন্তের রিপোর্ট আসছে তত দিন গুনাথিলকার পারিশ্রমিকও আটকে রাখা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist