ক্রীড়া ডেস্ক

  ২৩ জুলাই, ২০১৮

অবশেষে মুখ খুললেন ওজিল

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল সাবেক চ্যাম্পিয়ন জার্মানি। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে মেসুত ওজিলকে। সমালোচকদের তিরে বিদ্ধ হতে হয়েছে এই মিডফিল্ডার। এসব কিছু পুরনো খবর। নতুন খবর হচ্ছে এত দিন চুপ থাকার পর মুখ খুলেছেন ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ জয়ী জার্মান তারকা।

বিশ্বকাপের আগেই ওজিলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। বিশ্বকাপের পরও পুরনো অভিযোগটা নতুন করে উঠেছে। রাজনৈতিক প্রচারণায় বেশি মনোযোগ দেওয়ায় ফুটবলের প্রতি নিবেদন হারিয়ে ফেলেছেন জার্মান মিডফিল্ডার। তুরস্কের প্রেসিডেন্ট তায়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করার কারণেও বির্তকের মুখে পড়েন ওজিল। অবশেষে সেই বিতর্কের জেরে মুখ খুললেন আর্সেনালের তারকা ফুটবলার। বলেছেন, ‘আমি কোনো রাজনৈতিক প্রচারণার সঙ্গে সম্পৃক্ত নই। তবে আমার হৃদয় দুইটি। একটা জার্মানি এবং অন্য তুরস্কের জন্য।’ তুর্কি বংশোদ্ভূত জার্মান তারকা আরো বলেছেন, ‘তুরস্কের প্রতি যেন সম্মান থাকে। সেটা যেন কখনো না ভুলি। ছোটবেলা থেকে আমার মা আমাকে এটাই শিখিয়েছেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist