ক্রীড়া ডেস্ক

  ২২ জুলাই, ২০১৮

নাইট ক্লাবে যাওয়ায় কঠিন সাজা পেলেন ভ্যান্ডারসে

মাঠের খেলায় কখনো তেমন একটা শিরোনাম হতে পারেনি শ্রীলঙ্কার ২৮ বছর বয়সী লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসে। তবে এবার মাঠের বাইরের ঘটনায় বড় করেই আলোচনায় এসেছেন বছর তিনেক আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই ক্রিকেটার। তবে সেটিও কোনো ইতিবাচক কারণে নয়।

লংকান ক্রিকেট বোর্ডের নিয়মবহির্ভূত কা- ঘটিয়ে এক বছরের জন্য সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ভ্যান্ডারসে। এর সঙ্গে তার বার্ষিক চুক্তির ২০ শতাংশ কেটে রাখারও সিদ্ধান্ত নিয়েছে লংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

এই শাস্তির আওতায় ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন তিনি। তবে এক বছরের মধ্যে আবার কোনো কা- ঘটালে আজীবনের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার হুশিয়ারি দিয়েছে লংকান বোর্ড।

আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘তার বিরুদ্ধে আনা অভিযোগের মাত্রা বিবেচনা করে এই শাস্তি দেয়া হলো তাকে। ক্রিকেট বোর্ড তাকে এও জানিয়েছে, শাস্তি চলাকালীন ঘরোয়া ক্রিকেটে আর কোনো ভুল করলে শাস্তির মাত্রা আরো বেশি বেড়ে যাবে।’

ঘটনার বিস্তারিত অনুসন্ধান করে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে নাইট ক্লাবে রাত কাটানোর কারণেই এমন শাস্তির সম্মুখীন হতে হলো ভ্যান্ডারসেকে। সেইন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর বার্বাডোজে তৃতীয় টেস্ট খেলতে যায় শ্রীলঙ্কা।

তখন ভ্যান্ডারসে আরো তিন ক্রিকেটারকে নিয়ে যান সেইন্ট লুসিয়ার একটি নাইট ক্লাবে। পরে অন্য তিন ক্রিকেটার যথাসময়ে টিম হোটেলে ফিরে এলেও সারারাত কাটিয়ে তবেই ফেরেন ভ্যান্ডারসে। প্রাথমিকভাবে এই অপরাধের শাস্তি হিসেবে তাকে দেশে ফেরত পাঠিয়েছিল লংকান বোর্ড। পরে যথাযথ তদন্ত ও বিশ্লেষণ করে চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত নিল এসএলসি।

এদিকে নিজের এমন কাজের জন্য ক্ষমাপ্রার্থনা করেছেন ভ্যান্ডরসে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রোফাইলে তিনি লিখেন, ‘আমি আমার কার্যকলাপের জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist