ক্রীড়া প্রতিবেদক

  ২২ জুলাই, ২০১৮

আকরাম খান বললেন

‘আলাদা দল গঠন অবাস্তব’

দেশের ক্রিকেটে দুঃসময়ের ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে ভরাডুবি হওয়ার পর রীতিমতো তুমুল সমালোচনার জন্ম দিয়েছে টাইগারদের পারফরম্যান্স। কেন এই ব্যর্থতা? এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। পরশু দলের ব্যর্থতার কারণ বলতে গিয়ে রীতিমতো বোমা ফাটালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি দাবি করলেন, অভিজ্ঞ ক্রিকেটাররা টেস্ট ম্যাচ খেলতে চান না। বিশেষ করে দীর্ঘ পরিসরের ক্রিকেট এড়িয়ে চলেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান।

বোর্ড প্রধানের এমন বক্তব্যে ক্রিকেট মহলে চলছে সাকিবের মু-ুপাত। কিন্তু ক্রিকেটারদের দেখভাল করার দায়িত্ব যাদের সেই ক্রিকেট পরিচালনা বিভাগই নাকি এসব সম্পর্কে কিছুই জানেন না। উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগীয় প্রধান আকরাম খান। বলেছেন, ‘সাকিব বলেছে নাকি ও টেস্ট খেলতে চায় না।’

এ প্রসঙ্গে অবশ্য এখন পর্যন্ত কিছু বলেননি কোনো সিনিয়র ক্রিকেটার। টেস্ট অধিনায়ক সাকিবের মুখেও কুলুপ আঁটা আছে এই মুহূর্তে। তবে সাকিব টেস্ট খেলতে চান বা না চান এ নিয়ে সংশয় থাকলেও বিশ্বসেরা অলারউন্ডার যে তিন ফরমেটের জন্য দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার সেটা মানছেন আকরাম।

ক্রিকেটার চুক্তি, খেলা বা না খেলাÑ তাদের সবকিছু তদারকির দায়িত্ব ক্রিকেট পরিচালনা বিভাগের। এই বিভাগের প্রধান কাল গণমাধ্যমের সামনে হাজির হলেন। সাকিবের টেস্ট ক্রিকেট এড়িয়ে যাওয়ার প্রসঙ্গ নিয়ে বেশ বিস্মিত হয়েছেন এই বোর্ড পরিচালক। আকরাম বলেছেন, ‘সে তো টেস্ট খেলছে। টেস্টের অধিনায়কও সে। সে কি বলেছে নাকি খেলতে চায় না?

যখন বলা হলো বোর্ড সভাপতি এমনটি বলেছেন, তখন আকরাম জানালেন, তিনি তেমন কিছু জানেন না তিনি, ‘এ ব্যাপারে তো আমি আসলে পুরোপুরি জানি না। সাকিব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। আমাদের ক্রিকেট যে অবস্থায় আছে, আমি মনে করি যে তিনটি ফরম্যাটই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেরা ক্রিকেটারদের যাকে আমাদের যেখানে দরকার, সেখানে পেতে চাই।’

সিনিয়র ক্রিকেটারদের অনেকে টেস্ট খেলতে চান না শুনে আকরামের ভাষ্য, ‘এমনটা আসলে হওয়া উচিত না। আমার নিজের কাছে শুনেও ব্যাপারটি খারাপ লাগল।’ সিনিয়রদের খেলতে না চাওয়ার কথা বলেই বোর্ড সভাপতি বলেছেন যে টেস্ট ও টি-টোয়েন্টি আলাদা দল গড়তে চায় বিসিবি। এখানেও বোর্ড সভাপতির ভাবনার সঙ্গে বাস্তবতার ফারাক দেখছেন আকরাম। বলেছেন, ‘টেস্টে আলাদা দল গঠনের মতো অবস্থা আমাদের এখনো হয়নি। যেহেতু আমাদের বিকল্প অনেক কম। হিসেব করলে দেখবেন যে ৮০ ভাগ ক্রিকেটার কিন্তু তিন ফরম্যাটেই খেলছে। অন্য দেশগুলোতে তো তা হয় না। আপনার হাতে বিকল্প থাকলে আলাদা দল তৈরি করা যাবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist