ক্রীড়া ডেস্ক

  ২১ জুলাই, ২০১৮

পিএসজি ছাড়ছেন না নেইমার

গত মৌসুমে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে গিয়েছিলেন নেইমার। কিন্তু এক বছরের মাথায় আবার নতুন ঠিকানা করতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছিল ব্রাজিলিয়ান সেনসেশনকে নিয়ে। স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ তাকে পাওয়া জন্য সাড়ে ৩০০ মিলিয়ন ইউরোরও প্রস্তাব দিয়েছিল বলে গুঞ্জন আছে। তবে নেইমার বিক্রির জন্য নয় বলে আগেই জানিয়ে দিয়েছিলেন পিএসজির মালিক কাতারের ধনকুবের নাসের আল খেলাইফি। ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারও ক্লাব বদলের সমস্ত গুজব উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ফরাসী ক্লাবটির হয়ে আরও শিরোপা জিততে চান তিনি। কয়েকদিন আগে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে পাড়ি জমানো ক্রিশ্চিয়ানো রোনালদোর জায়গায় সান্তিয়াগো বার্নাব্যুতে নেইমারকে নিয়ে আসার গুঞ্জন উঠেছিল। রিয়াল সভাপতি ফ্লোরিন্তিনো পেরেজ অবশ্য নেইমারকে কেনার প্রস্তাব অস্বীকার করেছে। নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে ফক্স স্পোর্টসকে নেইমার বলেন, ‘আমি থাকব। পিএসজির সঙ্গে আমার একটা চুক্তি আছে। চ্যালেঞ্জ, নতুন কিছু অর্জন ও আরও বড় লক্ষ্যের জন্য আমি এখানে থাকাটা বেছে নিয়েছি। এ ব্যাপারে আমি আমার মত পরিবর্তন করবো না। আমি আশা করি, আমরা সফল একটা মৌসুম কাটাতে পারবো, জিততে পারবো নতুন শিরোপাও। সংবাদ মাধ্যম গুজব সৃষ্টি করাটা উপভোগ করে। তবে সবাই জানে, পিএসজিকে আমি কতটা পছন্দ করি।’

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে ‘হেক্সা’ এনে দিতে ব্যর্থ হয়েছেন নেইমার। সেই সঙ্গে মাঠে বিভিন্ন কারণে সমালোচিতও হতে হয়েছে এই ২৬ বছর বয়সী ফরওয়ার্ডকে। তবে তার ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সকে এনে দিয়েছেন বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা। গত মৌসুমে এমবাপ্পের সঙ্গে জুটি বেঁধে পিএসজিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপার শিরোপা জিতেছেন নেইমার। আগামী মৌসুমটাও দুইজনে জুটি বেঁধে ক্লাবকে বড় সাফল্য এনে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। নতুন তারকা এমবাপ্পের সম্পর্কে বলতে গিয়ে নেইমার বলেন, ‘সে অবিশ্বাস্য, অসাধারণ এক খেলোয়াড়। আমরা অনেক আগ থেকেই এটা জানি। ওর সঙ্গে আমি প্রতিদিন খেলি এবং জানি ও কত প্রতিভাবান। সে বিশ্বকাপ জেতায় আমি ওর জন্য খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি আগামী কয়েক বছরে সে শীর্ষস্থানের (বিশ্বের সেরা খেলোয়াড়) জন্য লড়বে। ওর সঙ্গে শিগগিরই দেখা হবে ভেবে ভালো লাগছে। আমরা প্রতিদিনই কথা বলি, এমনকি বিশ্বকাপের সময়ও বলেছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist