ক্রীড়া ডেস্ক

  ১৯ জুলাই, ২০১৮

‘২২ বছর আর্সেনালে থাকাটা ভুল ছিল’

এত দিন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল ও আর্সেন ওয়েঙ্গার ছিল সমার্থক শব্দ। কিন্তু গত মৌসুমে গানারদের ব্যর্থতার দায় পিঠে নিয়ে দীর্ঘ ২২ বছরের সম্পর্কটা ছিন্ন করেছেন ওয়েঙ্গার। তার পরিবর্তে আর্সেনালে এসেছেন পিএসজির সাবেক কোচ উনাই এমেরি। তবে এবার বলতে গেলে এক ধরনের বোমই ফাটিয়েছেন ‘দ্য প্রফেসর।’ আর্সেনালে ২২ বছর কাটানটা তার সবচেয়ে বড় ভুল হিসেবে দাবি করেছেন ওয়েঙ্গার।

ফরাসি রেডিও স্টেশন আরটিএল এক সাক্ষাৎকারে ওয়েঙ্গারকে জিজ্ঞেস করেছিল, তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল কোনটি। কোনো রাখঢাক না রেখেই তিনি বলেন, ‘সম্ভবত একই ক্লাবে দীর্ঘ ২২ বছর কাটান।’ তিনি আরো বলেন, ‘আমি একজন মানুষ যে নতুন জিনিস ও পরিবর্তন পছন্দ করি। কিন্তু আমি চ্যালেঞ্জ নেওয়াটাও পছন্দ করি। আর্সেনালে থাকার সময়টাতে আমি বন্দির মতো ছিলাম।’

ওয়েঙ্গার এমিরেটসে এসেছিলেন ১৯৯৬ সালে। এরপর থেকে ইউরোপ ফুটবলের অন্যতম পরাশক্তি হয়ে উঠে গানাররা। কিন্তু গত কয়েক মৌসুমে দলের ব্যর্থতায় সমর্থকদের মাঝে ‘ওয়েঙ্গার হঠাও’ আওয়াজ উঠে। তারই ধারাবাহিকতায় দল থেকে অব্যাহতি নেন এই ফরাসি কোচ। গত মৌসুমে আর্সেনাল লিগ শেষ করেছে ৬ নম্বরে থেকে। সেই সঙ্গে ব্যর্থ হয়েছে ইউরোপা লিগ প্রতিযোগিতাও। আগামী মৌসুমটা দর্শক হয়েই চ্যাম্পিয়নস লিগ দেখতে হবে তাদের।

আর্সেনাল ছাড়ার পর ওয়েঙ্গার এখনো নতুন ঠিকানা খুঁজে নেননি। তার অধীনে গানাররা ৩টি প্রিমিয়ার লিগ, ৭টি এফএ কাপ জিতেছিল। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ২০০৩-০৪ মৌসুমে অপরাজিত হিসেবে প্রিমিয়াল লিগ শিরোপা জিতেছিল আর্সেনাল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist