ক্রীড়া ডেস্ক

  ১২ জুলাই, ২০১৮

রোনালদোর দল বদল

কী বলছেন রথী-মহারথীরা

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তুরিনকে নতুন ঠিকানা বানাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পরশু ৯ বছর পর সান্তিয়াগো বার্নাব্যুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এই পর্তুগিজ উইঙ্গার। তার নতুন গন্তব্য এখন ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব জুভেন্টাস। ১১২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে চার বছরের জন্য তুরিনের ওল্ড লেডিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সিআর সেভেন। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ায় পেলে, ম্যারাডোনা ও আলেফ্রেডো ডি স্টেফানোদের মতো কিংবদন্তি ফুটবলাররা কথা বলেছেন রোনালদোকে নিয়ে। কথা বলেছেন তার সাবেক ও বর্তমান তিন কোচ হোসে মরিনহো, জিনেদিন জিদান ও কার্লোস সান্তোস। তাছাড়া রিয়াল সতীর্থ মার্সেলো ও সার্জিও রামোস এবং প্রতিপক্ষ লিওনেল মেসিও কথা বলেছেন রোনালদোকে নিয়ে।

পেলে : ‘ফুটবলার হিসেবে তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি মনে করি ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সে সেরা স্কোরার ও সেরা ফরোয়ার্ড।’

ডিয়াগো ম্যারাডোনা : ‘ক্রিশ্চিয়ানো ফুটবল ঐতিহ্যের অংশ। সে সেসব ফুটবলারদের একজন যে একক প্রচেষ্টায় একটি দলকে ফাইনালে তুলতে পারে।’

আলফ্রেডো ডি স্টেফানো : ‘সে একজন অনন্য সাধারণ ফুটবলার। নাম্বার ওয়ান। একজন ফুটবল যাযাবর।’

হোসে মরিনহো : ‘আমার সন্তানরা পেলেকে দেখেনি। তবে তারা জানে পেলে কে। আগামী ৪০ বছর পর শিশুরা জানবে যে রোনালদো কে ছিল।’

জিনেদিন জিদান : ‘রোনালদো অন্য গ্রহের ফুটবলার। সে জানে কীভাবে গোল করতে হয়। কতভাবে গোল করা যায়। সে অন্যদের চেয়ে ভিন্ন এবং বিশেষ কিছু।’

কার্লোস সান্তোস : ‘ক্রিশ্চিয়ানোই সেরা- এ বিষয়ে কোনো বিতর্ক নেই।’

ফ্লোরেন্তিনো পেরেজ : ‘ডি স্টেফানোর সঙ্গে ক্রিশ্চিয়ানো ইতিহাসের সেরা ফুটবলার।’

লিওনেল মেসি : ‘রোনালদো একজন অসাধারণ ফুটবলার। যার অনেক গুণ ও যোগ্যতা রয়েছে। সে প্রতি বছর নিজেই নিজেকে ছাড়িয়ে যায়। আর সেজন্যই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার সে।’

সার্জিও রামোস : ‘রোনালদো এমনই একজন স্ট্রাইকার যা আমরা আগে কখনো দেখিনি।’

মার্সেলো : ‘তার মতো একজন ফুটবলারের সঙ্গে খেলতে পারাটা আমার জন্য বিরাট সম্মানের। আপনি শুধু তাকে বল দেবেন, বাকিটা সে নিজেই করে নিতে পারবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist