ক্রীড়া ডেস্ক

  ০৯ জুলাই, ২০১৮

স্পেনে ফিরেছেন মার্সেলো-দানিলো-মিরান্ডা

হাঁটুর ইনজুরিতে থাকা দানিলো চিকিৎসার জন্য শিগগিরই বার্সেলোনায় যাবেন

নকআউট পর্ব সব সময়ই বিস্ময় ও অঘটন উপহার দেয়। শেষ ষোলোর পরতে পরতে যেমন অঘটন ও বিস্ময় থাকে, তেমনি থাকে কোয়ার্টার ফাইনালে। তাইতো বেলজিয়ামের বিপক্ষে প্রাণপণ চেষ্টা করেও ২-১ ব্যবধানে হেরে যায় ফেভারিট ব্রাজিল। তাতে শেষ আটেই থেমে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হেক্সা মিশন। বেলজিয়ামের কাছে হেরে রাশিয়া ছেড়েছে ব্রাজিল। রাশিয়া থেকেই স্পেনে চলে গেছেন মার্সেলো। মিরান্ডা ও এসেছেন তার সাথে। এসেছেন দানিলোও। হাঁটুর ইনজুরিতে থাকা দানিলো চিকিৎসার জন্য শিগগিরই বার্সেলোনায় যাবেন।

এদিকে নেইমার কোয়ার্টার ফাইনাল থেকেই ব্রাজিলের বিদায়ে ভীষণ কষ্ট পেয়েছেন। রীতিমতো বিষণœতায় ভুগতে শুরু করেছেন তিনি। তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন এবারের মতো ভেঙে গেলেও সেই স্বপ্নকে হৃদয়ে ধারণ করে ফিরে আসতে চান আবার, ‘এমন বিদায় মেনে নেওয়া কঠিন। খুবই বেদনাদায়ক। এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষণœ মুহূর্ত। কারণ আমরা জানি যে আমাদের কোথায় থাকা উচিত ছিল। আমরা ইতিহাস গড়তে পারতাম। কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছি। আসলে বিশ্বকাপ থেকে এমন বিদায়ের পর পুনরায় ফুটবল খেলার শক্তিই যেন হারিয়ে ফেলেছি আমি। সৃষ্টিকর্তা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার শক্তি আমায় দেবেন বলেই আমি বিশ্বাস করি। কখনোই সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলব না। এমন কী পরাজয়ের পরও না।’ তিনি ব্রাজিলের এই দলের অংশ হতে পেরে গর্ব বোধ করছেন। বিশ্বকাপে দল হিসেবে তারা যা কিছু করেছে সেটা নিয়েও গর্বিত পিএসজির এই তারকা, ‘আমি ব্রাজিলের এই দলের অংশ হতে পেরে আনন্দিত। এবারের বিশ্বকাপে আমরা যা কিছু করেছি, তার সবকিছুর জন্য আমি গর্বিত। এবার আমাদের স্বপ্ন ভেঙেছে। কিন্তু স্বপ্ন আমাদের মস্তিষ্কে থাকবে, থাকবে হৃদয়ে। সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাব সম্মুখপানে’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist