ক্রীড়া ডেস্ক

  ২৫ জুন, ২০১৮

কে গ্রুপসেরা স্পেন না পর্তুগাল?

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় দিনেই ইউরোপের দুই পরাশক্তি মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বের ম্যাচে। উত্তেজনা ছড়ানো আইবেরিয়ান ডার্বি শেষ পর্যন্ত ড্র হয়েছিল ৩-৩ গোলে। আজ আবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও গত ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। তবে প্রতিপক্ষ এবার ভিন্ন। কালিনিনগ্রাদ স্টেডিয়ামে স্পেন মাঠে নামবে মরক্কোর বিপক্ষে। আর মরদোভিয়া অ্যারেনায় পর্তুগালের প্রতিপক্ষ ইরান।

মাঠে নামার আগে স্পেনকে শুনতে হচ্ছে দুঃসংবাদ। দলের অধিকাংশ খেলোয়াড় ভুগছেন ছোটখাটো ইনজুরিতে। চোটের কারণে আজ তালিকায় না থাকার সম্ভাবনা আছে ব্যাকআপ গোলরক্ষক পেপে রেইনার। তাছাড়া ডিফেন্ডার নাচোও ভুগছেন একটি গৌন সমস্যায়। তবে মাঠে নামার সম্ভাবনা আছে তার। আর মূল একাদশে লুকাস ভাসকুয়েজের জায়গায় দেখা যেতে পারে মিডফিল্ডার কোকেকে।

দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে স্পেন ও পর্তুগালের পয়েন্ট সমান ৪। গোলের দিক দিয়েও দুই প্রতিদ্বন্দ্বী আছে একই অবস্থানে। আজ তাই দুই দলই চাইবে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে। লা রোজাদের আজকেও মধ্যমণি হয়ে উঠতে পারেন ডিয়েগো কস্তা। গত দুই ম্যাচে ৩ গোল করেছেন তিনি। ইরানের বিপক্ষেও জয়সূচক গোলটি এসেছে এই অ্যাটলেটিকো মাদ্রিদ ফরওয়ার্ড থেকে। তৃতীয় স্প্যানিশ হিসেবে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে ৩ গোল করেছেন কস্তা।

তাছাড়া তারকায় ঠাঁসা দলটির স্পটলাইটটা কেড়ে নিতে পারেন অভিজ্ঞ আন্দ্রেস ইনিয়েস্তা বা ডেভিড সিলভা। এই দুইজনই জাতীয় দলের জার্সিতে খেলেছেন ১০০’র ওপর ম্যাচ। ১০০ ম্যাচ খেলা অন্য তিন স্প্যানিশ হচ্ছেন সার্জিও রামোস, সার্জিও বুসকেটস ও জেরার্ড পিকে।

মরক্কোর বিপক্ষের ম্যাচ নিয়ে হুলেন লোপেতেগির পরিবর্তে দায়িত্ব নেওয়া কোচ ফের্নান্দো হিয়েরা বলেন, ‘এটা বিশ্বকাপ। কোনো ম্যাচই সহজ নয়। আমরা উন্নতি করছি। আমরা আমাদের জয়ের ধারা ধরে রাখব। কিন্তু কেউ আমাদের সহজে কোনো কিছু দেবে না।’

গত দুই ম্যাচ হেরে এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন শেষ হয়ে গেছে মরক্কোর। স্পেনের বিপক্ষে ম্যাচটি এখন তাই নিয়ম রক্ষা ছাড়া কিছুই নয়। তবে প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দিতে চান না কোচ হার্ভে রেনার্দ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য এখন শক্তিশালী স্পেনের বিপক্ষে লড়াই করা। দীর্ঘ ২০ বছর পর আমরা বিশ্বকাপে এসেছি। আমরা দেখিয়ে দেব আমরা ফুটবল খেলতে জানি।’

এই নিয়ে বিশ্বকাপে তৃতীবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। গত দুইবারের সাক্ষাতে প্রতি বারই জয় পেয়েছে স্পেন। লা রোজারা টানা ২২ ম্যাচ অপরাজিত আছে। অন্যদিকে মরক্কো নিজেদের পাঁচ বিশ্বকাপের চারটিতে ঘরে ফিরেছে গ্রুপ পর্ব থেকে। ১৯৮৬ বিশ্বকাপে কেবল প্রথম রাউন্ড পার হতে পেরেছিল তারা।

অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটা হারাতে চাইবে না পর্তুগাল। তবে লড়াইটা যে সহজ হবে না ভালো করেই জানে পর্তুগিজরা। কারণ ইরানেরও সুযোগ আছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। বিশ্বকাপে প্রথমবারের মতো সেই উপলক্ষটা আসতে পারে কেবল পর্তুগালকে হারাতে পারলে। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোকে হারিয়ে ৩ পয়েন্ট আদায় করে নিয়েছে এশিয়ার দলটি। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ শুনতে হচ্ছে কার্লোস কুইয়েরোজকে। স্পেনের বিপক্ষে উরুতে চোট পাওয়ায় আজে বেঞ্চে বসে থাকতে হবে ইরানের অলিম্পিয়কোস ডিফেন্ডার এহসান হাজসাফিকে। তার জায়গায় খেলবেন মিলাদ মোহাম্মদি। পর্তুগালকেও আজ মাঠে নামতে হতে পারে হুয়াও মৌতিনহোকে ছাড়া। জ্বরের কারণে কয়েক দিন ধরে দলের ট্রেনিংয়ে নেই তিনি। তবে পায়ের চোট সেরে দলে ফিরছেন রাফায়েল গুয়েরেইরো।

পর্তুগালকে জয় পাওয়ার জন্য তাকিয়ে থাকতে হবে দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। গত দুই ম্যাচে ৪ গোল করে রাশিয়া বিশ্বকাপে গোলদাতাদের দ্বিতীয় স্থানে আছেন তিনি। এই বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকটাও এসেছে সিআর সেভেন থেকে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ইরান। প্রথম দেখাতে জয় পেয়েছে পর্তুগিজরা। ২০০৬ বিশ্বকাপে রোনালদো ও ডেকোর গোলে তারা ২-০ গোলে হারিয়েছিল ইরানকে।

দলের প্রধান অস্ত্র ৩৩ বছর বয়সী রোনালদোর প্রশংসা করে কোচ ফার্নান্দো সান্তোস বলেন, ‘সে (রোনালদো) হচ্ছে বন্দরের মতো। সে তার সামর্থ্যরে কথা জানে। সে দারুণ ছন্দে আছে। তবে আমি আমার দলের খেলায় খুশি নয়। আমাদের আরো উন্নতি করতে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist