ক্রীড়া ডেস্ক

  ২৪ জুন, ২০১৮

লড়াইটা তাঁদের

বিশ্বকাপের উত্তাপ বেড়েই চলেছে। উত্তেজনার পারদ ক্রমেই হচ্ছে উর্ধ্বমুখী। ক্ষণে ক্ষণে মোড় নিচ্ছে বিশ্বকাপের গতিপথ। প্রায়সব গ্রুপেই আছে রোমাঞ্চ।

গ্রুপে কোনো চ্যাম্পিয়ন দল না থাকলেও ‘এইচ’ গ্রুপটাও আছে আগ্রহের কেন্দ্রে। আজ এই গ্রুপের চতুর্থ ম্যাচে কাজান স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ও পোল্যান্ড। যারা কিনা হার দিয়ে শুরু করেছে রাশিয়া বিশ্বকাপ মিশন। অথচ এই দুটি দলকেই নক আউট পর্বে যাওয়ার পথে এগিয়ে রেখেছিলেন ফুটবল প-িতরা। কিন্তু দৃশ্যপট পাল্টে দিয়েছে জাপান ও সেনেগাল।

কলম্বিয়া তাদের প্রথম ম্যাচে ২-১ গোলে হরেছে এশিয়ার দেশ জাপানের কাছে। বিশ্বকাপে ইতিহাসে ল্যাটিন কোনো দলের বিপক্ষে জাপানিজদের এটাই প্রথম জয়। একই ব্যবধানে হার দিয়ে মিশন শুরু হয়েছে পোল্যান্ডেরও। সাদিও মানের সেনেগালের কাছে হেরে রবার্ট লেভানডফস্কি।

প্রথম ম্যাচে হেরে সুতোয় ঝুলে গেছে পোল্যান্ড, কলম্বিয়া দুই দলেরই ভাগ্য। প্রায় এটাও নিশ্চিত হয়ে গেছে যে দুই দলের একটি বাদ পড়ছে গ্রুপপর্ব থেকেই। তাই স্বপ্ন বাঁচিয়ে রাখতে একে অন্যের বিপক্ষে আজ মরনকামরই দেবে।

জয়ের কোনো বিকল্প নেই। হারলে বিদায়। ড্র করলেও পে-ুলামের মতো দুলতে থাকবে ভাগ্য। এমন ‘ডু অর ডাই’ ম্যাচে জয়ের প্রতিশ্রুতি দিয়েছে দুই দলই। দুই দলই নিজেদের সেরাটা খেলার অঙ্গীকার করেছে। এখন কথা হচ্ছে দুই দলই যদি নিজেদের সেরাটা খেলে তাহলে জিতবে কোন দল? এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। তবে এটা নিশ্চিত দুই দল সবটুকু নিংড়ে দিলে ম্যাচের ফল যাই হোক, রোমাঞ্চকর একটা ম্যাচ উপহার পাবেন ফুটবলপ্রেমীরা।

এই লড়াইয়ের রোমাঞ্চ বৃহস্পতির তুঙ্গে উঠে যাওয়ার আরো একটা কারণ আছে। কারণ এই লড়াইটা অনন্য এক মাত্রা পাচ্ছে এই সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার হ্যামেস রদ্রিগেজ ও রবার্ট লেভানডফস্কির মুখোমুখি হওয়াটা। এই দুজনের ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের লড়াইটিই গড়ে দিতে পারে আজকের ম্যাচের ভাগ্য।

অথচ ক্লাব ঠিকানায় তারা দুজন দুজনার খুব ভালো বন্ধু। রদ্রিগেজ, লেভা যে একই ক্লাবে খেলছেন গত দুই মৌসুম ধরে। রিয়ালের ফুটবলার রদ্রিগেজ ধারে খেলছেন বায়ার্ন মিউনিখে। এই ক্লাবেই থেকে যাওয়ার ইচ্ছে কলম্বিয়ান মিডফিল্ডারের। কারণটা নাকি লেভা। কিন্তু আজ সেই বন্ধুত্বর সম্পর্কটা ভুলে যাবেন রদ্রিগেজ।

এই ম্যাচটাকে আবার ফাইনাল হিসেবে ধরে নিয়েছেন কলম্বিয়া অধিনায়ক রাদামেল ফ্যালকাও। বলেছেন, ‘আমাদের এখনো দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ আছে। এই ম্যাচটা আমরা জিতে চাই। আগের ম্যাচে যা ভুল হয়েছে সেগুলো শুধরে আমারা সামনে এগোবো। কারণ এই ম্যাচটাই আমাদের কাছে ফাইনাল।’ ম্যাচটা জিততে মরিয়া পোল্যান্ডও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist