ক্রীড়া ডেস্ক

  ২২ জুন, ২০১৮

আরো ৩ পয়েন্ট চায় স্পেন

হারলেই দ্বিতীয় রাউন্ডের স্বপ্নটা ফিকে হয়ে যেত সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের। এমনিতে রাশিয়া বিশ্বকাপে স্বস্তিতে নেই বড় দলগুলো। একের পর এক অঘটনের শিকার হচ্ছে ফেভারিটরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও পর্তুগালের বিপক্ষে ৩-৩ গোলের ড্র করে মাঠ ছাড়তে হয়েছে লা রোজাদের। পরশু তাই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন জিইয়ে রাখতে ইরানের বিপক্ষে মাঠে নেমেছিল স্প্যানিশরা। শেষ পর্যন্ত কষ্টার্জিত জয় নিয়ে শেষ ষোলোর স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ফার্নান্দো হিয়েরোর দল। কাজান অ্যারেনায় স্পেন ১-০ গোলে হারিয়েছে এশিয়ান পরাশক্তি ইরানকে। স্পেনের জয়সূচক গোলটি করেছেন ডিয়েগো কস্তা।

প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ৩ পয়েন্ট তুলে নিয়েছিল ইরান। পরশু স্পেনের বিপক্ষে জিতলে প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে পারত কার্লোস কুয়েইরোজের শিষ্যরা। কিন্তু ১০ জনকে রক্ষণভাগে রেখেও গোলপোস্ট নিরবচ্ছিন্ন রাখতে পারেনি টিম মেলিরা। ৫৪ মিনিটের সময় ইরানের দুর্গ ভাঙেন ডিয়েগো কস্তা। এই নিয়ে তৃতীয় স্প্যানিশ হিসেবে বিশ্বকাপে দুই ম্যাচে তিন গোল করল এই অ্যাটলেটিকো মাদ্রিদ ফরওয়ার্ড। আর জাতীয় দলের জার্সিতে শেষ ৯ ম্যাচে ৯ গোল।

স্পেনের গোল পাওয়ার পেছনে সমান কৃতিত্ব রয়েছে ইরানের রক্ষণভাগেরও। ডি-বক্সের ভেতর বল ক্লিয়ার করতে গিয়ে কস্তার পায়ে বল লেগে ঢুকে যায় ইরানের গোলপোস্টে। এরপর গোল শোধে মরিয়া ইরান কয়েকবার স্পেনের রক্ষণভাগে আক্রমণ চালালেও সুবিধা করতে দেয়নি জেরার্ড পিকে, দানি কার্ভাহালরা। প্রথম ম্যাচে মাঠে না নামলেও পরশু স্বরূপে ফিরেছেন কার্ভাহাল। আর ১৩তম স্প্যানিশ হিসেবে শততম ম্যাচ খেললেন পিকে।

২০১৫ সালের পর থেকে স্পেন একটি ম্যাচেও হারেনি। স্প্যানিশরা শেষ ম্যাচ হেরেছিল নেদারল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে টানা ২৬ ম্যাচ অপরাজিত লা রোজারা। পরশু দুই দল কৌশল এঁটেছিলেন ৪-১-৪-১ ছকে। তবে একই ছকে সফল হয়েছেন হিয়েরা। মাঠে আধিপত্য বিস্তার করে তার দল বল পায়ে রেখেছে ৭৮ শতাংশ। অন্যদিকে ২০১৪ বিশ্বকাপে ইরানের এটি প্রথম হার। তবে এই হারে সব শেষ হয়ে যায়নি। পরের রাউন্ডে যাওয়ার আরো একটা সুযোগ পাচ্ছে এশিয়ার প্রতিনিধি দলটি। তৃতীয় ম্যাচে তাদের সামনে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

বিশ্বকাপের আগেই স্পেনকে দুঃসংবাদ শুনতে হয়েছিল। হুলেন লোপেতেগির বিদায়ের পর দলের হাল ধরেন হিয়েরা। পরশু ছিল তার প্রথম জয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের সামনে আরো ৩ পয়েন্ট আছে। কিন্তু কাজটা আমাদের জন্য কঠিন হবে। তবে আমরা নিশ্চিত, জয়ের ধারা অব্যাহত রাখতে পারব। আজকের ম্যাচটা আমাদের জন্য কঠিন ছিল অনেক।’

অন্যদিকে লড়াইয়ের পর হারলেও দলের ওপর ভরসা রাখছেন ইরানের কোচ কুয়েইরোজ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা দেখিয়ে দিয়েছি, আমরা প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত। সন্দেহ নেই যে, স্পেন আমাদের চেয়ে ভালো দল। কিন্তু আমরা আরো বেশি প্রাপ্য ছিল। এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি।’

‘বি’ গ্রুপে পয়েন্ট ও গোলসংখ্যায় একই অবস্থানে আছে পর্তুগাল ও স্পেন। গ্রুপ সেরা হওয়া জন্য স্পেন প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলবে মরক্কোর বিপক্ষে। আর মরদোভিয়া অ্যারেনায় ইরানের প্রতিপক্ষ পর্তুগাল। তিন দলের মধ্যে কোন দুই দল দ্বিতীয় রাউন্ডে উঠবে তা নির্ধারিত হয়ে যাবে ২৫ জুন।

এক নজরে ফলাফল

উরুগুয়ে ১-০ সৌদি আরব

ইরান ০-১ স্পেন

ডেনর্মাক ১-১ অস্ট্রেলিয়া

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist