ক্রীড়া ডেস্ক

  ২২ জুন, ২০১৮

সুয়ারেজে মুগ্ধ তাবারেজ

পরশু জাতীয় দলের জার্সিতে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন লুইস সুয়ারেজ। তাও বিশ্বকাপের মতো আসরে। দিনটিকে স্মরণীয় রাখতে গোল ছাড়া আর কি চাই! সেই উল্লেখযোগ্য কাজটিই করেছেন বার্সেলোনা ফরওয়ার্ড। রোস্তভ অ্যারেনায় ২৩ মিনিটের সময় তার একমাত্র গোলে সৌদি আরবকে হারিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল সৌদিরা। পরশু হারলেও উরুগুয়ের বিপক্ষে সমানতালে লড়াই করেছে এশিয়ার গ্রিন ফ্যালকনরা। এই নিয়ে নিজেদের পাঁচ বিশ্বকাপের মধ্যে চারবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল সৌদি আরব। বিশ্বকাপের শেষ ১২ ম্যাচেও জয় শূন্য থাকতে হলো এশিয়ার দলটিকে। অন্যদিকে টানা দুই ম্যাচ জিতে রাশিয়ার পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে অস্কার তাবারেজের শিষ্যরা।

পরশু ষষ্ঠ ফুটবলার হিসেবে জাতীয় দলের জার্সিতে শততম ম্যাচ খেলেছেন সুয়ারেজ। টানা তিন বিশ্বকাপে গোল করা প্রথম উরুগুইয়ান ফুটবলার তিনি। দেশের হয়ে সর্বোচ্চ (৫২) গোলদাতার সিংহাসনটাও এই বার্সেলোনা ফরওয়ার্ডের দখলে। তিনি যে ম্যাচে গোল করেছেন সেই ম্যাচে উরুগুয়ের জয়ের হার ৫৭ শতাংশ। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও দ্বিতীয় রাউন্ডে উঠেছিল উরুগুয়ে। এবার দৃষ্টিটা আরেকটু দূরে রাখছেন কোচ তাবারেজ। ম্যাচ শেষে প্রিয় শিষ্য সুয়ারেজেরও প্রশংসা করলেন এই ৭১ বছর বয়সী কোচ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অবশ্যই, আমরা এই ধরনের (সুয়ারেজ) খেলোয়াড় থেকে আরো অধিক আশা করি। আমি সুয়ারেজকে আজ দেখেছি, আমি নিশ্চিত, আজকে সে যা খেলেছে তারচেয়ে সে ভালো খেলে। কারণ সে কঠোর পরিশ্রমী এবং শারীরিকভাবে অত্যন্ত ফিট। সে দলের প্রতি খুব দায়িত্ববানও।’

‘এ’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে উরুগুয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ২৫ জুন। সামারা অ্যারেনায় তাদের প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া। দুই দলই ম্যাচ জিতেছে দুইটি। তবে গোল সংখ্যায় এগিয়ে আছে রাশিয়া। দুই ম্যাচে তাদের গোল ৮টি। দুইটি গোল করেছে উরুগুয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist