ক্রীড়া ডেস্ক

  ২১ জুন, ২০১৮

রাশিয়ায় বিতর্কিত ব্ল্যাটার

রাশিয়া বিশ্বকাপের উত্তেজনা বিশ্বজুড়ে। এই উত্তেজনার বাইরে থাকতে পারে কজন? নিজেকে ধরে রাখতে না পেরে রাশিয়া গেলেন সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। সাবেক এই সভাপতি গত মঙ্গলবার রাশিয়া পৌঁছেছেন ফুটবল মহাযজ্ঞ উপভোগ করেতে। তবে ব্ল্যাটারের এই সফর একান্তই ব্যক্তিগত।

কাল লুজনিকি স্টেডিয়ামে বসে পর্তুগাল ও মরক্কোর ম্যাচটি উপভোগ করেন ব্ল্যাটার এবং এবারের বিশ্বকাপ আসর সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি জানান। প্রথম দল হিসেবে বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যাওয়ায় স্বাগতিক রাশিয়াকে অভিনন্দন জানাতে ভুলেননি ফিফা সাবেক সভাপতি।

ব্ল্যাটার ১৯৯৮ সাল থেকে ২০১৫ পর্যন্ত ফিফার সভাপতি পদে ছিলেন। অর্থ কেলেঙ্কারিতে তাকে সভাপতি পদ থেকে পদচ্যুত করা হয় এবং ফিফার সব কার্যক্রম থেকে তাকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তবে নিষেধাজ্ঞা কমিয়ে ৬ বছর করা হয়। এই বিশ্বকাপে ব্ল্যাটারকে একজন সাধারণ দর্শক হিসেবেই গ্যালারিতে থাকতে হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist