ক্রীড়া ডেস্ক

  ২০ জুন, ২০১৮

গ্যাব্রিয়েলের ১৩ উইকেট

প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করলেন শ্যানন গ্যাব্রিয়েল। ফিরতি ইনিংসে ৮টি! শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে ক্যারিয়ার সেরা ১৩ উইকেট শিকার করে তিনি উপহার দিলেন ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে তৃতীয় সেরা বোলিং ফিগার। যা বিশ্ব ক্রিকেটের চলতি শতাব্দীতে পঞ্চম সেরা। এমন আগুনঝরা বোলিংয়ে অবধারিতভাবেই ম্যাচ সেরা হয়েছেন গ্যাব্রিয়েল।

কিন্তু তার দুর্দান্ত বোলিংয়ের পরও জয় পায়নি ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টি এবং আলো স্বল্পতার কারণে দ্বিতীয় টেস্টটা থেকে গেছে অমীমাংসিত। পঞ্চম ও শেষ দিনে ৫ উইকেটে ১৪৭ রান তুলেছে ক্যারিবীয়রা। প্রথম টেস্টে হেরে যাওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে তারা। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে ২৫৩ রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৩০০ রান। ৪৭ রানে পিছিয়ে থেকে শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। এবার ৩৪২ রান তোলে। তাতে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৯৬ রান। সেই রান তাড়া করতে নেমে ১১৭ রানেই ৫ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন ক্রেইগ ব্রাফেট ও অধিনায়ক জ্যাসন হোল্ডার। তারা দুইজন দলীয় সংগ্রহকে ১৪৭ রান পর্যন্ত নিয়ে যান। এরপর বৃষ্টি ও আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত আর খেলা শুরু করা যায়নি। তাতে নিষ্প্রাণ ড্র হয় ম্যাচটি। ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের ব্রাফেট ৫৯ রানে ও হোল্ডার ১৫ রানে অপরাজিত থাকেন। বল হাতে শ্রীলঙ্কার সুরাঙ্গা লাকমল ও কাসুন রাজিথা। ১টি উইকেট নেন ধনঞ্জয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist