ক্রীড়া ডেস্ক

  ১৫ জুন, ২০১৮

প্রথম দিনেই শক্ত অবস্থানে ভারত

দ্বাদশ দেশ হিসেবে ২০১৭ সালের ২২ জুন টেস্ট মর্যাদা পায় আফগানিস্তান। টেস্ট স্ট্যাটাস পাওয়ার এক বছরের মাথায় আফগানরা ভারতের বিপক্ষে তাদের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট খেলতে বৃহস্পতিবার সকালে মাঠে নামে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানে। ব্যাট করতে নেমে প্রথম দিন শেষেই শক্ত অবস্থানে রয়েছে স্বাগতিকরা। শিখর ধাওয়ান ও মুরালি বিজয়ের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ৩৪৭ রান তুলে প্রথম দিন শেষ করেছে তারা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করেন শিখর ধাওয়ান ও মুরালি বিজয়। প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ১৫৮ রান তোলে ভারত। এ সময় শিখর ধাওয়ান একটি রেকর্ডও গড়েন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ কোনো ব্যাটসম্যান হিসেবে প্রথম দিনের প্রথম সেশনেই সেঞ্চুরি করার রেকর্ড গড়েন। তার আগে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (২০১৬-১৭), পাকিস্তানের মজিদ খান (১৯৭৬-৭৭), অস্ট্রেলিয়ার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান (১৯৩০), চার্লি ম্যাককার্টনি (১৯২৬) ও ভিক্টর ট্রাম্পার (১৯০২) এই কীর্তি গড়েছিলেন। অবশ্য ইনিংসটিকে খুব বেশি বড় করতে পারেননি ধাওয়ান। দলীয় ১৬৮ রানের মাথায় ব্যক্তিগত ১০৭ রানে ইয়ামিন আহমদজাইয়ের বলে নবির হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৯৬ বলে ১৯টি চার ও ৩ ছক্কায় এই রান করেন তিনি। দলীয় ২৮০ রানের মাথায় মুরালি বিজয় ১০৫ রান করে আউট হওয়ার পর ভারত দ্রুত চারটি উইকেট হারায়। ১ উইকেটে ১৮০ রান থেকে শেষ সেশনে ৬ উইকেটে ৩৪৭ রান তুলে দিন শেষ করে ভারত। ক্রিজে আছেন হার্দিক পান্ডিয়া (১০) ও রবীচন্দ্রন অশ্বিন (৭)। তারা দুইজন দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist