ক্রীড়া ডেস্ক

  ১৩ জুন, ২০১৮

কাতারেই ৪৮ দলের বিশ্বকাপ?

২০২২ সালের কাতার বিশ্বকাপে ৪৮টি দল খেলতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। সেই জল্পনার সমাধান করলেন না ফিফা সভাপতি জিয়ানি ইনফাস্তিনো। এখনই এই নিয়ে কথা বলার সময় আসেনি বলে শুধু জানিয়েছেন তিনি।

ডেইলি মেইল জানায়, এই সম্ভাবনাকে একেবারেই বাতিল করে দেননি। ফুটবল বিশ্বকাপ শুরু হবে পরশু। বিশ্বকাপ শুরুর দিন ফিফা কংগ্রেসের আয়োজন করা হয়েছে মস্কোয়। সেখানে এই নিয়ে কোনো আলোচনা আপাতত হবে না বলেই জানিয়েছেন ইনফাস্তিনো। ফিফা সভাপতি বলেছেন, প্রথমে এই বিষয়ে আয়োজক দেশ কাতারের সঙ্গে আলোচনা করা হবে। তারপর তা ফিফায় আলোচিত হবে। আপাতত ৩২টি দেশ নিয়েই বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। সেদিকেই সব ফোকাস থাকবে। ২০১৯ সালের শুরু থেকে বিশ্বকাপের কোয়ালিফিকেশন বা যোগ্যতা অর্জন পর্ব শুরু হবে। সেই সময়ই ফিফা সিদ্ধান্ত নেবে বলে তিনি জানিয়েছেন। ২০২৬ বিশ্বকাপ থেকে ৩২ দলের জায়গায় ৪৮ দলের খেলা হবে বলে ফিফায় স্থির হয়েছে। নতুন ফরম্যাটে দলগুলো ১৬টি গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপ খেলবে। প্রতি গ্রুপে থাকবে ৩টি করে দল। গ্রুপ থাকবে পেনাল্টি শুটআউট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist