ক্রীড়া ডেস্ক

  ০৪ জুন, ২০১৮

প্রথম ম্যাচেই সালাহ!

আসন্ন বিশ্বকাপের বড় তারকাদের একজন মোহাম্মদ সালাহ। কিন্তু অতর্কিত চোট মাঠের বাইরে ছিটকে দিয়েচে মিসরীয় সেনসেশনকে। আপাতত স্পেনে লিভারপুল ফরওয়ার্ডের পুনর্বাসন চলছে। সবকিছু পর্যবেক্ষণের পর মিসর ফুটবল অ্যাসোসিয়েশেন সুখবর দিয়েছে। জানিয়েছে বিশ্বকাপে খেলবেন সালাহ। তবে শুরুতে প্রাণভোমরাকে না পাওয়ার আশাঙ্কা প্রকাশ করেছে মিসর।

শুধু মিসর নয়, গোটা ফুটবল দুনিয়াতেই এখন প্রশ্ন উঠছে, বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা সালাহ। মিশরের কোচ হেক্টর কুপার আশাবাদী, ১৫ জুন উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচের আগেই খেলার মতো অবস্থায় চলে আসবেন সালাহ। শনিবার তিনি বলেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠছে সালাহ। আশা করছি, প্রথম ম্যাচের আগেই খেলার মতো অবস্থায় চলে আসবে ও। তবে সব ধরনের পরিস্থিতির জন্যই দলকে তৈরি রেখে প্রস্তুতি চলছে মিশরের।’

সালাহকে ছাড়াই শুক্রবার রাতে কলম্বিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোলশূন্য ড্র করেছে মিসর। ইতালিতে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে বেশ দাপটের সঙ্গেই খেললেও সহজ গোলের সুযোগ নষ্ট করে ম্যাচ জিততে ব্যর্থ হ্যামেস রদ্রিগেজরা। পরিসংখ্যানে চোখ রাখলেই তা স্পষ্ট। গোটা ম্যাচে যেখানে ১১টি কর্নার পেয়েছে কলম্বিয়া, সেখানে মিসর পেয়েছে মাত্র একটি কর্নার। কলম্বিয়া গোলমুখী শট ১৭টি। সেখানে মিসর গোলবার লক্ষ্য করে শট নিয়েছে মাত্র ছ’টি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য আক্রমণ আরো জোরদার করেছিল কলম্বিয়া। কিন্তু রদ্রিগেজদের-ফ্যালকাওদের সহজ সুযোগ নষ্টের পাশাপাশি মিসরের গোলরক্ষক এলো হাদারিও দুরন্ত খেলে দলের হার বাঁচান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist