ক্রীড়া ডেস্ক

  ০২ জুন, ২০১৮

অতিমানব হতে চান জার্মানরা

পরপর দুইবার বিশ্বকাপ শেষ যে দল জিতেছিল, তাদের নাম ব্রাজিল। ১৯৫৮ এবং ১৯৬২ সালে। এবার সেই কৃতিত্ব অর্জনের সামনে দাঁড়িয়ে আছে জার্মানি। কিন্তু জার্মান কোচ জোয়াকিম লো জানেন, কাজটা কতটা কঠিন হতে পারে। বিশ্বকাপ অভিযান শুরুর আগে তাই লো বলেছেন, ‘আমাদের শিকার করার জন্য অনেকেই অপেক্ষা করে থাকবে বিশ্বকাপে। প্রথম সুযোগেই ওরা আমাদের বিশ্বকাপ থেকে ছিটকে দিতে চাইবে।’ পরপর বিশ্বকাপ জয়ের স্বপ্ন সত্যি করা কি সম্ভব হবে? লো সতর্ক করে দিয়েছেন তার ছাত্রদের। তিনি বলেছেন, ‘এবার যদি আমাদের আবার বিশ্বকাপ হাতে তুলতে হয়, তাহলে কিন্তু প্রায় অতিমানবিক ফুটবল খেলতে হবে।’

উত্তর ইতালিতে এখন প্রস্তুতি শিবির চলছে জার্মানির। যেখানে অভিনব ছবি দেখা গেল পরশু। চোখ ঢেকে ফুটবল খেলছেন থমাস মুলাররা। কারণটা কী? জানা যাচ্ছে, দৃষ্টিহীনদের সঙ্গে ফুটবল খেলায় যোগ দিয়েছিলেন তারা। জার্মানির দৃষ্টিহীন ফুটবলারদের পাশে দাঁড়নোর জন্য। প্রস্তুতি শিবিরে জার্মান ফুটবলারদের খোশমেজাজেই দেখা গিয়েছে। উদ্বেগের তেমন ছাপ দেখা যায়নি ফুটবলারদের মধ্যে। লো’র কথা শুনে অবশ্য মনে হচ্ছে, তিনি অতটা হাল্কা মেজাজে নেই। রাশিয়ায় জার্মানির প্রধান প্রতিপক্ষ কারা হতে পারে, তা এক রকম বেছে নিয়েছেন তিনি। লো বলছেন পাঁচটি দেশের কথা। ব্রাজিল, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স ও আর্জেন্টিনা।

জার্মানি দলে মাথাব্যথার কারণ হল ম্যানুয়েল ন্যুয়ারের চোট। তবে এই গোলরক্ষক ফিট হয়ে উঠলে তিনিই যে এক নাম্বার পছন্দ হবেন, তা বলে দিচ্ছেন দলের ম্যানেজার অলিভার বিয়েরহফ। তিনি বলেছেন, ‘নুয়্যারই আমাদের এক নাম্বার গোলকিপার। ও যদি চোট সারিয়ে ফেলতে পারে, তা হলে মার্ক আন্দ্রে টের স্টেগেন দুই নম্বর গোলরক্ষক হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist