ক্রীড়া ডেস্ক

  ২৭ মে, ২০১৮

হ্যাটট্রিকের হাতছানি সাকিবের

আজ ফাইনাল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের দুইটি শিরোপা জিতেছেন। ২০১২ ও ২০১৪ দুইটি আসরেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

ভাগ্যের নির্মম পরিহাস সাবেক দল কলকাতাকে ১৪ রানে হারিয়ে ফাইনালে আসতে হয়েছে সাকিবের দলকে। এই আসরে তার দল সাইরাইজার্স হায়দরাবাদ। আজ অরেঞ্জ আর্মিদের স্বপ্ন পূরণের লক্ষ্যে মাঠে নামবেন সাকিব। এবারের শিরোপা লড়াইয়ে হায়দরাবাদের সাকিবের প্রতিপক্ষ চেন্নাইন সুপার কিংস। এ যাত্রায় বিশ্বসেরা অলরাউন্ডারকে অনুপ্রেরণা দিচ্ছে অতীত ইতিহাস। কারণ আগের দুইবারই ফাইনালে উঠে চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে মাঠ ছেড়েছেন সাকিব। কিন্তু এবার?

হায়দরবাদের হয়ে দুইটি ম্যাচে প্রাপ্য ম্যাচ সেরার পুরস্কার পাননি সাকিব। পরশু ইডেন গার্ডেন্সে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক পেয়েছেন ‘স্টাইলিশ প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার। ২৪ বলে ২৮ রান ও ১৬ রানে ১ উইকেট শিকার করার সুবাদে এই পুরস্কার পেয়েছেন সাকিব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেই সাকিব জানিয়ে রাখলেন, ‘এ নিয়ে তৃতীয়বারের মতো আইপিএল ফাইনাল খেলব।’ সাকিব অবশ্য বলেননি, ‘আগের দুইটি ফাইনালে কিন্তু আমি হারিনি!’

আজ চেন্নাইর বিপক্ষে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে নামবেন সাকিব। ২০১২ সালে এই দলটাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল তার দল কলকাতা। ওই আসরের ফাইনালে ৩ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন সাকিব। ব্যাটিংয়ে ৭ বলে অপরাজিত ১১ রান করেছিলেন তিনি। সাকিব অনায়াসে মিলিয়ে দিলেন ১২ বলে ২০ রানের সমীকরণ। দুই বছরের ব্যবধানে দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে কলকাতা। ২০১৪ সালে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষের জয়েও অবশ্য বড় ভূমিকা রাখেননি সাকিব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist