ক্রীড়া ডেস্ক

  ২৬ মে, ২০১৮

বিশ্বকাপের থিম সং প্রকাশ

রাশিয়া বিশ্বকাপের কুড়ি দিনও বাকি নেই। ফুটবল মহাযজ্ঞকে আসন্ন রেখে এরই মধ্যে টুর্নামেন্টের থিম সং প্রকাশ করল আয়োজক দেশ রাশিয়া। আসন্ন বিশ্বকাপের থিম সংয়ের নাম ‘লাইভ ইট আপ’। রাশানদের বিশ্বাস এই শিরোনামের গানটি বিশ্বকাপে যোগ করবে ভিন্ন মাত্রা। ২১তম বিশ্বকাপের থিম সংটি গেয়েছেন আলবেনিয়ানকন্যা ইরা ইসট্রেফি এবং মার্কিন সংগীতশিল্পী ফিউচারিং নাইক জম। তাদের সঙ্গে আছেন স্বদেশি অভিনেতা উইল স্মিথ।

তবে পুরো গানটি প্রকাশ করেনি রাশিয়া। আপাতত ইউটিউবে কয়েক সেকেন্ডের গানটি শোনা যাবে। পুরো গানের জন্য শ্রোতাদের অপেক্ষা করতে হবে ১৫ জুন পর্যন্ত। ক্যারিবিয়ান ও ল্যাটিনে মিউজিকের মিশ্রণে গানটি বানানো হয়েছে। যা শ্রোতাদের মুগ্ধ করবে বলে মনে করছেন জনপ্রিয় আভিনেতা স্মিথ।

এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তখন চার্ট লিস্টে গানটি জায়গা করে নেয়। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ‘উই আর ওয়ান’ শিরোনামের গানটি সাড়া ফেললেও শাকিরাকে ছাড়িয়ে যেতে পারেনি। গানটি গেয়েছিলেন মার্কিন তারকা পিটবুল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist