ক্রীড়া প্রতিবেদক

  ২২ মে, ২০১৮

গ্যারি কারস্টেনের জাতীয় দল পর্যবেক্ষণ

পরশু রাতে ঢাকায় পা রেখেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি গ্যারি কারস্টেন। তাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগ্রহের কমতি নেই। প্রোটিয়া লিজেন্ডের বাংলাদেশ দলে ভূমিকা কী হবে সেটা নিয়েও রোমাঞ্চের কমতি ছিল না। ধারণা করা হচ্ছিল দলের প্রধান পরামর্শক হবেন তিনি। এর মধ্যে বেড়িয়েছে একটা খবর। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে নাকি দীর্ঘ মেয়াদে কাজ করবেন না কারস্টেন। কাল কথটা স্বীকার করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তবে পরামর্শক হিসেবেই বাংলাদেশের সঙ্গে কাজ করবেন কারস্টেন। কাল গণমাধ্যমকে বিসিবি প্রধান নির্বাহী বলেছেন, ‘তিনি (কারস্টেন) পরামর্শক হিসেবেই কাজ করছেন। আগে আমাদের পরিকল্পনা ছিল উনি দীর্ঘ মেয়াদে আমাদের সঙ্গে কাজ করবেন। বিশ্বকাপ পর্যন্ত কাজ করার বিষয়েও তিনি রাজি ছিলেন। কিন্তু পরবর্তীতে অন্যান্য কাজের ব্যস্ততার কারণে তিনি জানিয়েছেন আপাতত কোচ নিয়োগের আগ পর্যন্ত আমাদের সঙ্গে কাজ করবেন।’

বাংলাদেশের প্রধান কোচ নিয়োগে সহায়তা করবেন কারস্টেন। এর পাশাপাশি জাতীয় দল নিয়েও পর্যবেক্ষণ করবেন তিনি। নিজামউদ্দিন বলেছেন, ‘আপাতত কারস্টেন জাতীয় ক্রিকেট দলের একটি অভ্যন্তরীণ নিরীক্ষা করছেন। সামনে আইসিসির যেসব প্রতিযোগিতা আছে, সেগুলো সামনে রেখে তিনি বাংলাদেশ দলকে উন্নত করার কাজ করছেন। কোন কোন জায়গায় কাজ করতে হবে, সেগুলো চিহ্নিত করছেন তিনি।’

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই কোচ নিয়োগের প্রক্রিয়া শেষ করতে চায় বিসিবি। কারস্টেন যেহেতু এ ব্যাপারে ভূমিকা রাখবেন, সে কারণে তার কাছে সম্ভাব্য কোচদের সংক্ষিপ্ত তালিকাও তুলে দিয়েছে বিসিবি। প্রধান নির্বাহী বলেছেন, ‘আমাদের কাছে যে নামগুলো আছে, সেগুলো কারস্টেনের কাছে পাঠিয়েছি। উনি বাংলাদেশে এসে কাজ করছেন, সে কারণেই মনে হচ্ছে তিনি এখনই কাজ শুরু করেছেন। কিন্তু তিনি ভারতে বসেও কাজ করেছেন। আমরা যেসব নাম তার কাছে দিয়েছি, তাদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। নিজেরও একটা তালিকা আছে কারস্টেনের। সে তালিকার কোচদের সঙ্গেও তিনি কথা বলছেন।’

বিসিবি প্রধান নির্বাহীর কথাতেই পরিষ্কার বাংলাদেশকে সহায়তা করতে বেশ আন্তরিক কারস্টেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist