ক্রীড়া ডেস্ক

  ২০ মে, ২০১৮

খেলার মাঠে বোমা বিস্ফোরণ

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে একটি সিরিজ বোমা হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪৮ জন। শুক্রবার রাতে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় কাউন্সিলের এক সদস্য সোহরাব কাদেরি জানান, বিস্ফোরণ দুটি ঘটে একটি ফুটবল খেলার মাঠে। পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে মাঠটিতে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল।

সোহরাব আরো বলেন, ‘স্টেডিয়ামে দুটি বোমা বিস্ফোরিত হয়। এতে ৮ জন নিহত ও অর্ধ শতাধিক আহত হয়। কিন্তু হতাহতের সংখ্যা নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।’

নাঙ্গারহার প্রাদেশিক সরকারের এক মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানান, পরপর তিনটি বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।

পাকিস্তানের সীমান্তবর্তী নাঙ্গারহার প্রদেশে এই বছর সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে সরকারি হিসাবরক্ষণ অফিসে সমন্বিত বোমা হামলায় নিহত হয়েছিল অন্তত ১৫ জন। খেলার মাঠে হামলার দায়টি কোনো জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি এখনো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist