ক্রীড়া প্রতিবেদক

  ১৪ মে, ২০১৮

ক্লিয়ার মেন ফুটবলে চ্যাম্পিয়ন সোনাদিঘি স্কুল

পরশু কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ক্লিয়ার মেন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঢাকার বিএএফ শাহীন কলেজকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহীর সোনাদিঘি হাইস্কুল। খেলায় একমাত্র গোল করেন সোনাদিঘির বিপ্লব তিরকি। এর মাধ্যমে দীর্ঘ এক মাসের মহারণ শেষে পর্দা নামল ‘ক্লিয়ার মেন অনূর্ধ্ব-১৭’ ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের।

ফাইনাল খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউনিলিভার বাংলাদেশের সিইও কেদার লেলে। দুপুর ১২টায় রেফারি বাঁশি দিয়ে শুরুর নির্দেশ দেন। ৬০ মিনিটের খেলার প্রথমার্ধে কোনো দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি। খেলার দ্বিতীয়ার্ধ ছিল আরো জমজমাট। শেষপর্যন্ত ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। চার মিনিট অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে প্রবীর কুমারের ফ্রি কিক থেকে অসাধারণ দক্ষতায় হেড করে গোল করেন সোনাদিঘি হাইস্কুলের বিপ্লব। পর মুহূর্তে পাল্টা আক্রমণে গোল দেওয়ার সুযোগ সৃষ্টি হলেও তা গোলে পরিণত করতে পারেনি বিএএফ শাহীন কলেজ। ফলে ১-০ গোলে জিতে ফুটবলে দেশসেরা স্কুল হওয়ার গৌরব অর্জন করে সোনাদিঘি। টুর্নামেন্টে ৯টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট লাভ করেন সোনাদিঘির অধিনায়ক যোগেন লাখরা। আর সেরা খেলোয়াড় নির্বাচিত হন একই স্কুলের মিডফিল্ডার প্রবীর কুমার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মোহিউদ্দিন আহমেদ খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist