ক্রীড়া ডেস্ক

  ১৪ মে, ২০১৮

মৌসুমে বায়ার্নের শেষ হোঁচট

পরশু ছিল চলতি মৌসুমে জার্মান বুন্দেসলিগার শেষ ম্যাচ। কিন্তু শেষটা একদম সুখকর হলো না লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ইয়ুপ হেইঙ্কসের শিষ্যরা ১-৪ গোলে হেরে গেছে স্টুটগার্ডের বিপক্ষে। চলতি মৌসুমের বারবারিয়ানদের এটি চতুর্থ হার। আর ঘরের মাঠে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম।

হারলেও ম্যাচ শেষে চলতি মৌসুমের লিগ শিরোপাটা ঠিকই উঁচিয়ে ধরেছেন বায়ার্ন কোচ হেইঙ্কস। এই মৌসুম শেষে আর বায়ার্নের ডাগ আউটে দাঁড়বেন না তিনি। আগামী শনিবার ঘরোয়া ডাবল জয়ের লক্ষ্যে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জার্মান কাপ ফাইনালের পরই অবসরে যাবেন হেইঙ্কস। তার স্থলাভিষিক্ত হবেন নিকো কোভাচ। এছাড়া বুন্দেসলিগার চলতি মৌসুমের ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন পোলিশ ফরওয়ার্ড রবার্ট লেভানডভস্কি। পরশু ম্যাচ শুরুর ৫ মিনিটেই জার্মান জায়ান্টদের ধাক্কাটা দেন স্টুটগার্ড স্ট্রাইকার ড্যানিয়েল গিঞ্জেক। ২১ মিনিটের সময় স্বাগতিকদের সমতাসূচক গোল এনে দেন কোরেন্টিন তোলিসো। ৪২ মিনিটে ডোনিসের গোলে ব্যবধানটা ২-১ করে বিরতিতে যায় স্টুটগার্ড। ফিরে এসে ৫২ মিনিটে ব্যবধানটা বাড়িয়ে দেন স্টুটগার্ড মিডফিল্ডার আকোলো। ৫৫ মিনিটে মঞ্চের আলোটা আরেকবার নিজের দিকে ঘুরিয়ে নেন গিঞ্জেক। ম্যাচের বাকি সময়টুকু আক্রমণে ধার বাড়ালেও গোল শোধে ব্যর্থ হয় স্বাগতিকরা। বায়ার্নের হারের দিনে কপাল পুড়েছে বরুশিয়া ডর্টমুন্ডের। লিগের শেষ ম্যাচটাতে হফেনহেইম তাদের উপহার দিয়েছে ৩-১ গোলের হার। ৩৪ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ৪র্থ স্থানে ডর্টমুন্ড। সমান ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist