ক্রীড়া প্রতিবেদক

  ১৩ মে, ২০১৮

সাভারে যুব দলের ক্যাম্প

আরো দুই বছর পর শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ পরবর্তী বিশ্বকাপ। কিন্তু বাংলাদেশের প্রস্তুতি শুরু হয়ে গেল ইতোমধ্যেই। তিন সপ্তাহের প্রাথমিক স্কিল ক্যাম্পের জন্য কাল ৩০ জন ক্রিকেটারকে ডেকে পাঠিয়েছেন নির্বাচকরা।

সোমবার থেকে আগামী ৩ জুন পর্যন্ত এই স্কিল ক্যাম্প হবে সাভারের বিকেএসপিতে। দলে ডাক পাওয়াদের মধ্যে আছেন এবার ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ও বিসিএলে উত্তরাঞ্চলের হয়ে নজরকাড়া রাজশাহীর ১৬ বছর বয়সী পেসার শরিফুল ইসলাম।

দলে আছেন আড়াই বছর আগে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে আলোচনার জন্ম দেওয়া ব্যাটসম্যান শামিম পাটোয়ারি। সেই ডাবল সেঞ্চুরির সময় শামিম ছিলেন বিকেএসপির সপ্তম শ্রেণির ছাত্র। ২০২০ সালের যুব বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়।

প্রাথমিক দল:

মো. প্রান্তিক নওরোজ, সাজিদ হাসান, মোহাম্মদ তাহসিন, প্রিতম কুমার, আলভি হক, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, অমিত হাসান, শামিম পাটোয়ারি, ফজলে রাব্বি, সাজ্জাদ শাহরিয়ার, সিফাদ সাদিক খান, আব্দুল্লাহ আল মামুন। মেহেদি হাসান, রকিবুল হাসান, রকিবুল আতিক, মিনহাজুর রহমান, নাঈম হাসান সাকিব, মুজাক্বির হোসেন, শাহদাত হোসেন দিপু, এনামুল কবির, রিশাদ হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাস অরন্য, তানজিল হোসেন সাকিব, রুবেল আহমেদ, শরিফুল ইসলাম, আসাদুল্লাহ হিল গালিব, শাহিন আলম, মেহেদি হাসান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist