ক্রীড়া ডেস্ক

  ১২ মে, ২০১৮

‘আমিও বল টেম্পারিং করতাম’

বল টেম্পারিং কান্ডে বিধ্বস্ত অস্ট্রেলিয়া ক্রিকেটের দায়িত্ব নিয়েছেন দলের সাবেক খেলোয়াড় জাস্টিন ল্যাঙ্গার। ৪৭ বছর বয়েসী সাবেক এ ব্যাটসম্যান কোচ হওয়ার পর ভালোভাবেই বুঝতে পেরেছেন ক্যামেরন ব্যানক্রফটের বল টেম্পারিং পেছনের কারণটা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত মার্চে কেপ টাউন টেস্টে বল টেম্পারিং করে ধরা পড়েন ব্যানক্রফট। তাকে এই কাজে সায় দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার। সিএ তদন্ত প্রতিবেদন অনুযায়ী, পুরো ব্যাপারটার ‘খলনায়ক’ ছিলেন ওয়ার্নার। দলের দুই সিনিয়র খেলোয়াড়ের নির্দেশে বল টেম্পারিং করেছিলেন ব্যানক্রফট। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম চ্যানেল নাইনকে ল্যাঙ্গার বলেন, ‘বোর্ডার আমাকে টেম্পারিং করতে বললে আমি করতাম। কারণ এটা না করার ব্যাপারে আমার (যেহেতু দলে নতুন) মধ্যেও ভীতি কাজ করত।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist