ক্রীড়া প্রতিবেদক

  ০৫ মে, ২০১৮

আশাবাদী প্রধান নির্বাচক

আপাতত জাতীয় দলের ব্যস্ততা নেই। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। জাতীয় দলে অন্যসব ক্রিকেটারদের বড় অংশ খেলেননি ঘরোয়া ক্রিকেটেও। খেলবেন কীভাবে, দলের অধিকাংশ খেলোয়াড়ই যে ইনজুরিতে ভুগছেন! তবে আশারবানী শুনিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

আফগানিস্তান সিরিজের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন দলের সবাই। কাল মিরপুরে গণমাধ্যমকে প্রধান নির্বাচক বলেছেন, ‘১৩ মে থেকে শুরু হবে কন্ডিংশনিং ক্যাম্প। আমাদের বিশ্বাস এর আগেই সবাইকে পাবো। এখন পর্যন্ত সবাই ঠিকঠাক আছে। সমস্যা শুধু নাসিরের। ওর ব্যাপারটা একটু আলাদা।’

নাসির হোসেনের চোট অবশ্য গুরুতর। আরো কয়েক মাস মাঠের বাইরে কাটিয়ে দিতে হবে তাকে। তাই আফগানিস্তানের বিপক্ষের সিরিজে দলে থাকা হচ্ছে না তার। তবে মূল দল ঘোষণার আগে ৩০ সদস্যের প্রাথমিক একটা দল দেওয়ার কথা জানালেন ন্নান্নু। বলেছেন, ‘কালকে (বৃহস্পতিবার) আমরা দল জমা দিয়েছি। ৩০ সদসের হবে প্রাথমিক দল।’

ভারতের মাটিতে আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরই ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ সিরিজ। কিন্তু আপাতত আফগানদের নিয়েই ভাবছে টাইগাররা। আসন্ন সিরিজটাকে চ্যালেঞ্জিং মনে করছেন প্রধান নির্বাচক। তাই টি-টোয়েন্টি সংস্করণ নিয়েই আগে কাজ শুরু করবে বাংলাদেশ।

কাল নান্নু বলেছেন, ‘প্রথমে যেটা (টি-টোয়েন্টি) আছে সেটা নিয়েই কাজ শুরু করছি। আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে লম্বা সফর। আমাদের সামনে সব সিরিজই চ্যালেঞ্জিং। ব্যাক টু ব্যাক অনেক ম্যাচ খেলতে হবে।’

অনেক দিন ধরেই ঝুলে আছে প্রধান কোচ নিয়েগের বিষয়টা। আসন্ন আফগানিস্তান সিরিজেও কোচহীন দেখা যাবে বাংলাদেশকে। কবে নাগাদ প্রধান কোচের নিয়োগ হবে তানিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারলেন না প্রধান নির্বাচক। তবে আফগানিস্তান সিরিজে সেরা দল পাঠানোর আভাস দিয়েছেন তিনি।

বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান আকরাম খানও তাই জানালেন। কাল কক্সবাজারে তিনি বলেছেন, ‘খেলোয়াড়রা দেশের খেলা বাদ দিয়ে অন্য কোথাও খেলায় নেই। এটা খুব ভালো একটা দিক। আমাদের এখন তিন ফরমেটেই উন্নতির জায়গা রয়েছে। আমরা সেরা দলটাই পাঠাবো।’

ওয়ানডেতে বাংলাদেশের বেশ উন্নতি হয়েছে। তুলনামূলকভাবে অন্য দুই ফরমেটে তা হয়নি। তবে সম্প্রতি প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট র‌্যাঙ্কিংয়ের আট নাম্বারে চলে এসেছে টাইগাররা। দলের এই সাফল্যে ভীষণ খুশি আকরাম। বলেছেন, ‘এটা আমাদের জন্য খুব ভালো সাফল্য। আমরা টেস্টে উন্নতি করেছি। অনেক ভাল লাগছে। আমরা যখন টেস্ট খেলা শুরু করেছিলাম তখন অনেকেই নেতিবাচক কথা বলেছিল। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে আমরা প্রমাণ করেছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist