ক্রীড়া প্রতিবেদক, কক্সবাজার থেকে

  ০৪ মে, ২০১৮

ফাইনালে পথে রাজশাহী

এক ম্যাচ বাকি থাকতেই ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের (এমসিসি) তৃতীয় আসরের ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে রাজশাহী মাস্টার্স। পরশু উদ্বোধনী ম্যাচে দারুণ সূচনা করা খালেদ মাসুদ পাইলটের দল কাল জিতেছে আরো দুটি ম্যাচ। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে ঢাকা মাস্টার্সকে চার উইকেটে হারিয়েছে রাজশাহী। দিনের অন্য ম্যাচে খুলনা মাস্টার্সকে উড়িয়ে দিয়েছে; পাইলটবাহিনী জিতেছে আট উইকেটের বিশাল ব্যবধানে। টানা তিন জয়ে সবার আগে স্বপ্নের শিরোপা লড়াইয়ের সুবাস পাচ্ছে গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী। তবে দুই ম্যাচের দুটিতে হেরে কার্যত শেষ হয়ে গেছে খুলনা মাস্টার্স ও সিলেট মাস্টার্সের শিরোপা স্বপ্ন। ফাইনালের দৌড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পেছনে আছে চট্টগ্রাম মাস্টার্স এবং ঢাকা মাস্টার্স। দুটি দলই এক জয় দিয়ে বাঁচিয়ে রেখেছে ফাইনালের আশা। চট্টগ্রাম কাল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সকে বিপক্ষে ৪৩ রানে হারিয়েছে চট্টগ্রাম। আগে ব্যাট করে নির্ধারিত ১০০ বলে ৯ উইকেটে ১৪৬ রানের শক্তিশালী সংগ্রহ জমা করে আকরাম খানের চট্টগ্রাম। জবাব দিতে নেমে ৭ উইকেটে ১০৩ রান তুলতে সক্ষম হয় সিলেট মাস্টার্স। ম্যাচ সেরা হয়েছেন চট্টগ্রামের মাসুদুর রহমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist