ক্রীড়া ডেস্ক

  ০৪ মে, ২০১৮

অস্ট্রেলিয়ার হাল ধরলেন ল্যাঙ্গার

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাস্টিন ল্যাঙ্গারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী চার বছরের জন্য অজিদের তিন ফরম্যাটের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক এই ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব পেয়ে দারুণ রোমাঞ্চিত ল্যাঙ্গার। সেই সঙ্গে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়াটা যে চ্যালেঞ্জিং হবে সেটাও সরাসরি জানিয়ে দিলেন তিনি। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ল্যাঙ্গার বলেন, ‘নতুন দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও রোমাঞ্চিত। আমাদের সামনে বেশকিছু চ্যালেঞ্জ আছে।’

ল্যাঙ্গারকে নিয়োগ দেওয়ার পর অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, ‘ল্যাঙ্গারকে কোচ হিসেবে নিয়োগ দিতে পেরে আমরা রোমাঞ্চিত। আমরা বিশ্বাস করি, এই দলকে নেতৃত্ব দিতে সে সঠিক ব্যক্তি। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সে যেমন সাহসী ছিল, এই ভূমিকাতেও তেমনই হবে। যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলবে অস্ট্রেলিয়ার হয়ে তাদের গড়ে তুলতে সে সফল হবে।’

জাতীয় ক্রিকেট দলের কোচ ড্যারেন লেহম্যানের অবসরের পর থেকেই কোচ হিসেবে শোনা যাচ্ছিল সাবেক অজি ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গারের নাম। লেম্যান ২০১৩ সাল থেকে অস্ট্রেলিয়ার প্রধান কোচ হিসেবে কাজ করেন। তিনি ঘোষণা দিয়েছিলেন ২০১৯ সালের অ্যাশেজের পরপরই সরে দাঁড়াবেন। কিন্তু গত মার্চে অস্ট্রেলিয়ার বল টেম্পারিং চেষ্টা কা-ের পর দায়িত্ব ছেড়ে দেন লেহম্যান।

এবার তার সাবেক সতীর্থ ৪৭ বছর বয়সী ল্যাঙ্গারকেই দায়িত্ব দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সাবেক অজি খেলোয়াড় ল্যাঙ্গার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগ ব্যাশ লিগের দল পার্থ স্কর্চার্সের কোচও তিনি। আগামী জুনে ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজ দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার কোচ হিসেবে ল্যাঙ্গারের প্রথম পরীক্ষা।

এদিকে নতুন কোচকে অভিনন্দন জানাতে ভুলেননি সাবেক কোচ লেহম্যান। এক টুইট বার্তায় সাবেক অজি কোচ লেখেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছে। অভিনন্দন ল্যাঙ্গার।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist