ক্রীড়া ডেস্ক

  ২৪ এপ্রিল, ২০১৮

একশ পয়েন্টের হাতছানি সিটির

চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত হয়ে গেছে। বাকি ম্যাচগুলোকে তাই অনেকটা আনুষ্ঠানিকতার পর্যায়ে নিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। আনুষ্ঠানিক হলেও পরের ম্যাচগুলোকে ঠিকই গুরুত্ব দিচ্ছেন সিটি কোচ পেপ গার্দিওলা। কারণ তাদের সামনে উঁকি দিচ্ছে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের রেকর্ড। ইতোমধ্যে সিটিজেনরা ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সোয়ানসি সিটিকে ৫-০ গোলে বিধ্বস্ত করে তুলে নিয়েছে ৯০ পয়েন্ট।

প্রিমিয়ার লিগে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের আগের রেকর্ডটি ছিল চেলসির। ২০০৪-০৫ মৌসুমে ৯০ পয়েন্ট নিয়ে শিরোপা ঘরে তুলেছিল ব্লুজরা। পরশু সেই রেকর্ডটিতে ভাগ বসিয়েছে সিটিজেনরা। তবে জয় ও গোলসংখ্যার দিক দিয়ে চেলসির চেয়ে এগিয়ে আছে গার্দিওলার দল। লিগে আর বাকি আছে চার ম্যাচ। তন্মধ্যে যদি তারা তিন জয় ও এক ড্রও করে তবে ঘরোয়া লিগে প্রথমবারের মতো একশ’ পয়েন্ট সংগ্রহের রেকর্ড গড়বে ম্যানচেস্টারের দলটি।

পরশু ইতিহাদে গার্দিওলার শিষ্যরা ম্যাচের শুরু থেকেই ছিল ক্ষুধার্ত বাঘের মতো। একের পর এক আক্রমণে ছিন্নভিন্ন করে দিয়েছে সোয়ানসির রক্ষণভাগ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist