ক্রীড়া ডেস্ক

  ২৪ এপ্রিল, ২০১৮

ইংল্যান্ডের বর্ষসেরা সালাহ

মাঠে নামলেই গোল পাচ্ছেন। লিভারপুলের হয়ে প্রথম মৌসুমেই মোহাম্মদ সালাহ হয়ে উঠেছেন দলের প্রধান অস্ত্র। এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩১ গোল করে সর্বোচ্চ গোল স্কোরারদেরও নেতৃত্ব দিচ্ছেন এই ‘মিশরীয়ান ফারাও’। ইতোমধ্যে সব প্রতিযোগিতা মিলে চলতি মৌসুমে গোল করেছেন ৪১টি। এবার সেই দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিও পেলেন এই তারকা ফুটবলার। প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) ২০১৭-১৮ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন এই মিশরীয়ান ফরওয়ার্ড।

পরশু সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের গ্রসভেনর হাউজে পুরস্কারটি গ্রহণ করেন ২৫ বছর বয়সী সালাহ। তিনিই একমাত্র মিশরীয় খেলোয়াড় যিনি এই পুরস্কার জিতলেন। এই পুরস্কার জিততে সালাহর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ম্যানচেস্টার সিটির কেভিন দ্য ব্রুইন, লেরয় সানে, ডেভিড সিলভা, টটেনহাম ফরওয়ার্ড হ্যারি কেন ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়া।

পুরস্কার জয়ের পর মোহাম্মদ সালাহ বলেন, ‘পুরস্কারটি খুব সম্মানের। আশা করি, আমিই শেষ ব্যক্তি নই। পরে অনেকে এটি জিতবে। পুরস্কারটি জিততে পেরে আমি সত্যিই খুশি ও গর্বিত। আমি খুবই কঠোর পরিশ্রম করেছি মাঠে। তার স্বীকৃতিটাও পেলাম।’

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপও তার প্রিয় শিষ্যের পুরস্কার প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন। ক্লপ বলেন, ‘লিভারপুলে সালাহর কোচ হতে পেরে আমি সত্যিই গর্বিত। এই পুরস্কারটি ‘অবিশ্বাস্য সস্মানের।’

মূল পুরস্কারটি জিততে না পারলেও পিএফএ জরিপে ‘ইয়ং প্লেয়ার প্রাইজ’ জিতেছেন সিটি উইঙ্গার সানে। আর বর্ষসেরা মহিলা পুরস্কারটি পেয়েছেন চেলসির মহিলা ফুটবল দলের ফরওয়ার্ড ফ্রান কিরবি। পিএফএ পুরস্কারটি জিতলেও সালাহকে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে সিটি মিডফিল্ডার ব্রুইনের সঙ্গে। সালাহর খুব কাছাকাছি গিয়েও পয়েন্ট ব্যবধানে অল্পের জন্য হেরে গেছেন ২৬ বছর বয়েসী এই বেলজিয়ান খেলোয়াড়। তিনি হয়েছেন দ্বিতীয়।

৩৩ ম্যাচে সালাহ গোল করেছেন ৩১টি। সঙ্গে সতীর্থকে গোলে সহায়তা করেছেন ৯ বার । আর ৬৮৪ টি সফল পাসের পাশাপাশি প্রতিপক্ষের গোলমুখে শট নিয়েছেন ১৩২বার। মাঠে ছিলেন ২ হাজার ৬৫৭ মিনিট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist