ক্রীড়া প্রতিবেদক

  ২৪ এপ্রিল, ২০১৮

গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রথম ম্যাচে জয়ের জন্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল বাংলাদেশকে। এশিয়ান সিনিয়র মেনজ সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে অগ্নিপরীক্ষাই দিতে হয়েছিল স্বাগতিক দলকে। প্রথম সেট হেরেও শেষ বাংলাদেশ জিতেছিল ৩-১ ব্যবধানে।

মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হরসিত-কায়সার-মহসিনদের জয়টা অনুমিতই ছিল। কিন্তু বাংলাদেশ কিভাবে জিতবে, রোমাঞ্চ ছিল তা নিয়েই। অনুমানটাই শেষ পর্যন্ত সত্যি হলো। কাল স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি মালদ্বীপ। উড়ে গেছে ৩-০ সেটে। প্রথম দুই সেটে উড়ে যাওয়া অতিথিরা অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল তৃতীয় সেটে। কিন্তু তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি। নেপালের বিপক্ষেও সরাসরি সেটে হেরেছিল মালদ্বীপ।

এবার তাদের উড়িয়ে দিল বাংলাদেশ। দাপুটে এই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখল স্বাগতিক শিকিব। কাল দ্বিতীয় সেমিফাইনাল খেলতে মাঠে নামবেন বাংলাদেশ।

কাল দুপুরের পর থেকেই মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উৎসবের আমেজ চলে এসেছিল। ভরে গিয়েছিল গ্যালারি। যেখানে সর্বস্তরের দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ইনডোরের গ্যালারি কানায় কানায় পূর্ণতা দিতে সবচেয়ে বড় অবদানরা রেখেছেন স্কুল-কলের শিক্ষার্থীরা। বাংলাদেশ-বাংলাদেশ সেøাগানে তারা মুখরিত করে রাখেন গ্যালারি। হরসিত-আতিকুররাও সমর্থকদের হতাশ করেননি। খুশি মনেই ঘরে ফিরতে পেরেছেন স্বাগতিক দর্শকরা। প্রথম দুই সেট বাংলাদেশ জিতেছিল ২৫-১৫, ২৫-১৫ পয়েন্টে। তৃতীয় সেটে কিছুটা লড়াই করা মালদ্বীপকে স্বাগতিকরা হারিয়েছে ২৫-২২ পয়েন্টে। পরপর দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দ্বীপকুঞ্জের দলটি।

জাতীয় দলে খেলা ৫ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে দারুণ খুশি মোহাম্মদ মহসিন। বলেছেন, ‘জাতীয় ভলিবল দলে গত ৫ বছর ধরে খেলেছি। কিন্তু কখনোই সেরা খেলোয়াড়ের পুরস্কার পাইনি। এবার সেই আকাক্সক্ষা পূরণ হলো। আশা করি, টুর্নামেন্টের বাকিটা সময়ও আমি দলের জয়ে অবদান রাখতে পারব।’

আজ উজবেকিস্তান-কিরগিজস্তান ম্যাচের জয়ী দল হবে বাংলাদেশের প্রতিপক্ষ। তবে গ্রুপসেরা হয়ে সেরা চারে উঠলেও সতর্ক বাংলাদেশ কোচ আলি পোর আরোজি। কাল জয়ের পর তিনি বলেছেন, ‘গত দুটি ম্যাচে ছেলেরা ভালো খেলেছে এবং তাদের উন্নতিতে আমি খুশি। তবে আমাদের গ্রুপের চেয়ে ওই গ্রুপের তিনটি দল শক্তিশালী। ফাইনালে উঠতে হলে তাই আমাদের কঠিন পরীক্ষাই দিতে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist