ক্রীড়া ডেস্ক

  ২৩ এপ্রিল, ২০১৮

বিশেষ উপহার দেবেন প্রীতি তবে...

শাহরুখ খান তার কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ও সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, চ্যাম্পিয়ন হলে তিনি ইডেনে সমারসল্ট দেবেন। দিয়েছিলেনও। এ বার প্রীতি জিনতা তার প্রিয় নায়ককেই অনুসরণ করলেন।

শনিবার ইডেন গার্ডেন্সে কেকেআরকে হারানোর পরে প্রীতি জানিয়ে দেন, তার দল কিংস ইলেভেন পাঞ্জাব চ্যাম্পিয়ন হলে তিনিও বিশেষ কিছু করে দেখাবেন। সেটা কী, তা অবশ্য স্পষ্ট করে বলেননি প্রীতি। ম্যাচের পরে টিভি-তে কে এল রাহুলের সাক্ষাৎকার নিচ্ছিলেন পঞ্জাব মালকিন। যেখানে রাহুল হঠাৎ বলে বসেন, ‘দল চ্যাম্পিয়ন হওয়ার পরে শাহরুখ ভাই যেমন নাইটদের জন্য সমারসল্ট দিয়েছিল, তোমাকেও কিন্তু আমাদের জন্য এ রকমই কিঝু করে দেখাতে হবে।’ জবাবে প্রীতি বলেন, ‘ব্যাপারটা কী? তোমরা সব সময় আমাকে নিয়ে মজা করো কেন? ঠিক আছে, কথা দিচ্ছি, বিশেষ কিছু আমিও করে দেখাব। আগে তো তোমরা চ্যাম্পিয়ন হয়ে দেখাও।’

এ বার আইপিএল নিলামে প্রথমে ক্রিস গেইলকে নেওয়াই হয়নি পাঞ্জাব দলে। দ্বিতীয় দিন তাকে নেওয়া হয়। সেই গেইলই এখন মাতিয়ে দিচ্ছেন। এই নিয়ে বলিউডের অভিনেত্রী বলেন, ‘এটা ঠিকই, আমরা প্রথমে গেইলকে নিইনি। ওর জায়গায় আমরা এক জন ভারতীয় ব্যাটসম্যানকে নেব বলে ঠিক করে রেখেছিলাম। কিন্তু কাউকে না পেয়ে দ্বিতীয় দিন আমরা ওকে নেওয়ার সিদ্ধান্ত নিই। এখন তো দেখছি ও-ই কাঁপিয়ে দিচ্ছে।’

তবে গেইল দুর্দান্ত ব্যাটিং করলেও দলের মালকিনের কাছ থেকে প্রশংসা পান রাহুলও। প্রীতি তাকে বলেন, ‘শুধু গেইলের ওপর চাপ দিলে হবে না। তোমাদের সবাইকে একসঙ্গে ভাল পারফরম্যান্স করতে হবে। তা না হলে আমরা আইপিএল চ্যাম্পিয়ন হব কী করে? এবার আমাদের দলটা অনেক ভাল। অশ্বিনের মতো একজন অধিনায়ক পেয়েছি। দলে ভাল ব্যাটসম্যান, বোলার সব আছে। তা হলে আমাদের চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণ দেখছি না।’

রাহুলও তাকে কথা দেন, ‘আমরা অবশ্যই চেষ্টা করব নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার। তবে এখনও আমাদের অনেকটা রাস্তা পেরোতে হবে। অনেকগুলো ম্যাচ জিততে হবে। আমি তাই গেইলকে ক্রিজে দাঁড়িয়েই বলছিলাম, বেশি ঝুঁকি নিয়ে বড় শট খেলো না। হঠাৎ পিঠে বা কোমরে ব্যথা শুরু হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। আরও অনেকগুলো ম্যাচ খেলতে হবে তোমাকে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist