ক্রীড়া ডেস্ক

  ১৭ এপ্রিল, ২০১৮

জিদানের সেঞ্চুরি

রিয়াল মাদ্রিদের চার স্তম্ভ ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, লুকা মদ্রিচ, টনি ক্রুসদের কাল বিশ্রাম দিয়েছিলেন কোচ জিনেদিন জিদান। তবে তাতে জয় পেতে কোনো সমস্যা হয়নি স্প্যানিশ জায়ান্টদের। এই মৌসুমের লা লিগার তলানির দল মালাগাকে ২-১ গোলে হারিয়ে ভ্যালেন্সিয়াকে টপকে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে জিজুর শিষ্যরা। সেই সঙ্গে কোচ হিসেবে নিজের ১০০তম জয়ের মাইলফলকেরও দেখা পেলেন জিদান।

রাফায়েল বেনিতেজ বরখাস্ত হওয়ার পর ২০১৬ সালের জানুয়ারিতে রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জিদান। খেলোয়াড়ি জীবনের মতো কোচ হিসেবেও সফল এই ফরাসি কিংবদন্তি খেলোয়াড়। ইতোমধ্যে নিজেকে রিয়ালের শ্রেষ্ঠ কোচদের একজন হিসেবেও ভাবা হচ্ছে তাকে। রিয়ালের দায়িত্ব নেওয়ার পর এই দুই বছরের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭২ শতাংশ ম্যাচ জিতেছে মাদ্রিদের ক্লাবটি। এই পরিসংখ্যানে তিনি ছাড়িয়ে গেছেন রিয়ালের সাবেক কোচ স্পেশাল ওয়ান হোসে মরিনহোকে। মরিনহোর অধীনে রিয়াল ম্যাচ জিতেছিল ৭১.৯ শতাংশ। কোচ হিসেবে জিদান সবচেয়ে বেশি ম্যাচ জয় পেয়েছেন লা লিগায়। তার অধীনে রিয়াল ৯৯ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ৬৬টি বার। ১৫ ম্যাচ করেছে ড্র। আর হারতে হয়েছে ৯ ম্যাচ। মালাগার বিপক্ষে দলের প্রধান খেলোয়াড়দের অভাবটা বুঝতে রিয়ালের তরুণ খেলোয়াড়েরা। মালাগার ঘরের মাঠে ২৯ মিনিটে ইসকোর গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। মালাগার হয়ে ম্যাচের যোগ করা সময়ে একটি গোল শোধ করেন ডিয়েগো রোলান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist