ক্রীড়া ডেস্ক

  ১৭ এপ্রিল, ২০১৮

সোনালি বুটের বদলে রুপালি ট্রফি চান সালাহ

ইংলিশ ফুটবলের এই মৌসুমের সবচেয়ে বড় চমকের নাম মোহাম্মদ সালাহ। লিভারপুলের জার্সিতে অভিষেক মৌসুমেই ইউরোপ কাঁপিয়ে দিয়েছেন মিশরীয় সেনসেশন। টেক্কা দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির মতো বিশ্বসেরা ফুটবলারদের।

ইংলিশ প্রিমিয়ার লিগে তো নিজেকে সবার ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে গেছেন সালাহ। গোলে জোগান দেওয়ার পাশাপাশি লিভারপুল কা-ারি নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। সব মিলিয়ে এই মৌসুমে ৪৫ ম্যাচে ইতোমধ্যেই ৪০টি গোল করেছেন সালাহ। ইউরোপিয়ান গোল্ডেন বুটের প্রতিযোগিতার দৌড়ে ভালোভাবেই আছেন তিনি। শুধু ব্যক্তিগত অর্জন নয়, দলীয় দারুণ একটা সাফল্য হাতছানি দিচ্ছে সালাহকে।

প্রথমটা নয়, সালাহর চাওয়া দ্বিতীয়টা। সোনালি বুটের পরিবর্তে লিভারপুলের হয়ে তিনি জিততে চান ইউরোপিয়ান শীর্ষস্থানীয় প্রতিযোগিতার রূপালি ট্রফিটা। সালাহ বলেছেন, ‘আমাকে যদি গোল্ডেন বুট আর চ্যাম্পিয়নস লিগের মাঝে বেছে নিতে বলা হয়, অবশ্যই চ্যাম্পিয়নস লিগ চাইব। নিঃসন্দেহে চ্যাম্পিয়নস লিগ। কারণ, চ্যাম্পিয়নস লিগ জেতা সব খেলোয়াড়ের কাছে বিশাল ব্যাপার। অন্য কিছু নিয়ে ভাবি না আমি।’

কিন্তু স্বপ্ন পূরণে মিশরীয় যুবকের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে তারই সাবেক ক্লাব এ এস রোমা। আগামী সপ্তাহে সেমিফাইনালে এই দলটার বিপক্ষেই মাঠে নামবে সালাহর বর্তমান ক্লাব লিভারপুল। স্বাভাবিকভাবেই আবেগ ছুঁয়ে যাচ্ছে তাকে। কিন্তু প্রথম বাঁশির সঙ্গে সালাহ ভুলে যাবেন তার অতীতকে। রোমা ম্যাচকে সামনে রেখে অল রেড কা-ারি বলেছেন, ‘অবশ্যই ভালো লাগছে, তবে আমি রোমার বিরুদ্ধে গোল করে দলকে (লিভারপুল) সাহায্য করতে চাই।’

ইংলিশ লিগে এই মৌসুমে ৩০টি গোল করেছেন সালাহ। নাটকীয় কিছু না হলে লিগের গোল্ডেন বুটটা পাবেন মিশরীয় ফরওয়ার্ডই। কারণ নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী হ্যারি কেন (২৫ গোল) ও সার্জিও অ্যাগুয়েরোর (২১ গোল) সঙ্গে তার গোল ব্যবধান পরিস্কার। বিষয়টা সালাহর মাথাতেই আছে, ‘গোল্ডেন বুট নিয়ে ভাবছি না বললে মিথ্যা বলা হবে। দলের প্রতিটি খেলোয়াড় আমাকে পাস দিচ্ছে গোল করার জন্য। আমি নিশ্চিত, টটেনহামের খেলোয়াড়েরাও কেনকে এভাবে সাহায্য করে, ম্যানচেস্টার সিটির খেলোয়াড়েরাও অ্যাগুয়েরোকে সাহায্য করে। সবাই এমনটা করে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দল হিসেবে খেলি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist