ক্রীড়া ডেস্ক

  ১৪ এপ্রিল, ২০১৮

আশা জাগিয়েও পারলেন না শিরিন

আশা জাগিয়েও বাংলাদেশকে পদক এনে দিতে পারলেন না শিরিন সুলতানা। কাল গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে মেয়েদের ৬৮ কেজি ফ্রিস্টাইল রেসলিংয়ের ব্রোঞ্জের লড়াইয়ে ভারতের কাছে হেরে গেছেন তিনি। তবে শিরিনের জন্য স্বস্তি হতে পারে এটাই যে, এত বড় মঞ্চে প্রথমবারের মতো পদকের জন্য লড়াই করতে পেরেছেন তিনি। কারারা স্পোর্টস অ্যারিনায় শুক্রবার দিব্যা কাকরানের সঙ্গে শিরিনের লড়াই টিকেছিল মাত্র ৩৬ সেকেন্ড। শিরিনের দুই কাঁধে ম্যাটে চেপে ধরে ‘ভিক্টোরি বাই ফল’ পেয়ে যান কাকরান। তখন ৪-০ টেকনিক্যাল পয়েন্টে পিছিয়ে ছিলেন শিরিন।

এর আগে ‘এ’ গ্রুপে নিজের প্রথম ম্যাচে কেনিয়ার লিলিয়ান এনথিগাকে শিরিন হারান ‘ফল’ করিয়ে। পরের ম্যাচে নাইজেরিয়ার প্রতিপক্ষ তাকে হারায় ‘ভিক্টোরি বাই ফল’ এর মাধ্যমে। তখন ৬-০ টেকনিক্যাল পয়েন্টে পিছিয়ে ছিলেন শিরিন।

সেমিফাইনালে গত গ্লাসগো কমনওয়েলথ গেমসের ফ্রিস্টাইলের ৬৩ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতা কানাডার ড্যানিয়েল ল্যাপেজের কাছে ২৯ বছর বয়সী শিরিন হারেন টেকনিক্যাল সুপিরিওরিটিতে। ফ্রিস্টাইল রেসলিংয়ে ম্যাচের কোনো পর্যায়ে প্রতিপক্ষের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে গেলে তখনই খেলা শেষ করে টেকনিক্যাল সুপিরিওরিটিতে বিজয়ী ঘোষণা করা হয়। শিরিন যান ১০-০ পয়েন্টে। এদিকে, বেলমন্ট শ্যূটিং সেন্টারে মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের কোয়ালিফিকেশনে ৫৭০ স্কোর গড়ে শারমিন শিল্পা ১২তম ও একই স্কোর গড়ে বাংলাদেশের আরেক প্রতিযোগী সুরাইয়া আক্তার ১৩তম হন। ফাইনালের আট প্রতিযোগীর মধ্যে সর্বশেষ জনের স্কোর ৫৭৩।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist