ক্রীড়া ডেস্ক

  ১২ এপ্রিল, ২০১৮

কেন্দ্রীয় চুক্তিতে বাদ স্মিথরা

বল টেম্পারিং এর ঘটনায় স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তারা কোনো আপত্তি করেনি। আগামী এক বছর ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকবেন তারা। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন স্মিথ-ওয়ার্নার। আজ ২০ জন খেলোয়াড়ের নাম কেন্দ্রীয় চুক্তির তালিকায় প্রকাশ করা অস্ট্রেলিয়া । সেখানে নেই স্মিথ ও ওয়ার্নারের নাম।এই চুক্তিতে থাকলে এক বছরে স্মিথ ও ওয়ার্নার ২ মিলিয়ন ডলার করে পেতেন। এদিকে, জাহি রিচার্ডসন, কেন রিচার্ডসন, আন্দ্রে তায়, অলরাউন্ডার মার্কাস স্টয়েনিস ও উইকেটরক্ষক আলেক্স ক্যারি প্রথমবারের মতো ২০ জনের তালিকায় স্থান পেয়েছেন। অন্যদিকে স্মিথের পরিবর্তে অধিনায়কত্ব পাওয়া টিম পেইন, ব্যাটসম্যান শন মার্শ পুনরায় কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist