ক্রীড়া ডেস্ক

  ১১ এপ্রিল, ২০১৮

শুধু তিনজন জানত, বিশ্বাস করেন না ফ্লিনটফ

কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। তাদের সঙ্গে ৯ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্যামেরন ব্যানক্রফট।

টেম্পারিংয়ের ঘটনা ধরা পড়ার পর সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্মিথ জানিয়েছিলেন, ‘দলপতিরা’ মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এমন অপরাধের জন্য শাস্তি দেওয়া হয় শুধু তিনজনকেই। এখনো পর্যন্ত এই তিনজনকেই দোষী মনে করা হচ্ছে। তবে কেপ টাউন টেস্টে টেম্পারিং কেলেঙ্কারির জন্য শুধু স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটই দায়ী, তা বিশ্বাস হচ্ছে না ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের। এ সম্পর্কে বিবিসি রেডিও ৫-কে দেওয়া সাক্ষাৎকারে ফ্লিনটফ বলেন, ‘আমার এটা ভাবতে কষ্ট হচ্ছে, দলের প্রত্যেকে এ বিষয়টি জানত না। আমি এ ব্যাপারে সম্পূর্ণ ভুলও হতে পারি। আপনি বলেন মাঠে বলের সঙ্গে কেমন আচরণ প্রয়োজন। ক্রিকেটে বল একটি গুরুত্বপূর্ণ ব্যাপার।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist