ক্রীড়া ডেস্ক

  ৩০ মার্চ, ২০১৮

রাশিয়ায় বর্ণবাদের শিকার পগবা-ডেম্বেলে

বিশ্ব যখন বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার তখন বারবারই ঘটছে অপ্রীতিকর ঘটনা। তাও আবার সেটা যখন রাশিয়া থেকে আসে তখন সেটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। কারণ আড়াই মাস পর শুরু হওয়া বিশ্বকাপের আয়োজক যে রাশিয়া!

বিশ্বকাপে সব বর্ণ বৈষম্য বাদ দিয়ে এক ছায়াতলে সমবেত হন। সেই বিশ্ব মঞ্চেই এবার বর্ণবাদের শিকার হলেন ফ্রান্সের দুই ফুটবলার পল পগবা ও ওসমানে ডেম্বেলে। পরশু সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে রশিয়ার খেলতে নেমে এমনই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন ফ্রান্সের দুই তারকা ফুটবলার। কর্নার দিতে গিয়েছিলেন তারা কিন্তু দুজনকেই ‘বানর’ বলে গ্যালারি থেকে স্লোগান দেন রাশান সমর্থকরা।

বিশ্বকাপের সেমিফাইনালসহ সাতটি ম্যাচের ভেন্যু সেন্ট পিটার্সবার্গ। অথচ সাম্প্রতিক কালে এই ভেন্যু থেকেই তিনবার উঠল বর্ণবাদের অভিযোগ। এই ঘটনায় ভীষণ চটেছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী লঁরা ফ্লেসেল। তিনি বলেছেন, ‘ফুটবল মাঠে বর্ণবাদের কোনো স্থান নেই। আমরা এজন্য ইউরোপে ও আন্তর্জাতিক পর্যায়ে যাব এবং এর শেষ দেখে নেব।’

ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি বর্ণবাদের ঘটনাটি নিশ্চিত করেছে। এই ঘটনায় তদন্তে নেমে পড়েছে ফিফা। সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘যদি বিশ্বকাপে কোনো বর্ণবাদের ঘটনা ঘটে তাহলে কর্তৃপক্ষ খেলা বাতিল করতে পারবে।’

বর্ণবাদের ঘটনায় এবার নড়েচড়ে রাশিয়া ফুটবল ইউনিয়নও। রাশান বৈষম্য বিরোধীর প্রধান অ্যালেক্স স্মের্টন বলেছেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে এর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist