ক্রীড়া ডেস্ক

  ২৪ মার্চ, ২০১৮

ফুটবলার বোল্টের গুরু ম্যারাডোনা

গতিতে তার সমকক্ষ কেউ নেই। তবে আপনি যতই একটি বিষয়ে বিশেষজ্ঞ হন, অন্য বিষয়ে কিছু শিখতে হলে কিন্তু সেখানকার গুরুর কাছেই ছুটতে হবে! উসাইন বোল্ট যেমন ফুটবল শেখার জন্য গুরু হিসেবে বেছে নিলেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে। সম্প্রতি সুইজারল্যান্ডে এক প্রচারণামূলক অনুষ্ঠানে বোল্টকে হাতে-কলমে ধরে ধরে ফুটবলটা কীভাবে খেলতে হয়, শিখিয়েছেন আর্জেন্টাইন জাদুকর।

এই অনুষ্ঠানে ছিল তারকার ছড়াছড়ি। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোসহ ফুটবল বিশ্বের বড় তারকাদের মধ্যে ছিলেন হল্যান্ডের প্যাট্রিক ক্লুইভার্ট, ফ্রান্সের ডেভিড ত্রেজগুয়েট, আর্জেন্টিনার হের্নান ক্রেসপো, ব্রাজিলের রবার্তো কার্লোস, ইতালির অ্যাঞ্জেলো পেরুজ্জি এবং কলম্বিয়ার ফস্তিনো আসপ্রিয়া। ছিলেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নো ইনফেস্তিনোও। সেখানেই সর্বকালের সেরা দৌড়বিদ উসাইন বোল্টকে কীভাবে ফুটবলে শট নিতে হয়, সেটি দেখিয়ে দিচ্ছিলেন ম্যারাডোনা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা বোল্টকে বলেন, ‘ভালো খেলেছ, তবে সবসময় সোজা করে শট নেবে।’

গত বছর অ্যাথলেটের জগৎ থেকে বিদায় বলেন বোল্ট। এরপরই জ্যামাইকান গতিমানব ঘোষণা দেন, ফুটবলকে পেশা হিসেবে নিতে চান। শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, ম্যানচেস্টার ইউনাইটেড আর বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে অনুশীলনেও অংশ নিয়েছেন বোল্ট।

জ্যামাইকান গতিদানবের এতসব আয়োজনের একটা বিশেষ উদ্দেশ্য আছে। স্বপ্নের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে আসার জন্যই এই দৌড়ঝাঁপ দিচ্ছেন বোল্ট। তার স্বপ্নটা শেষ পর্যন্ত পূরণ হয় কিনা সেটা বলে দেবে সময়। আপাতত ফুটবলার উসাইন বোল্ট নিজেকে কিভাবে তুলে ধরতে পারেন সেটাই এখন দেখার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist