ক্রীড়া ডেস্ক

  ১৮ মার্চ, ২০১৮

বিপদ দেখছেন দিনেশ কার্তিক

শ্রীলঙ্কা ভেবে রেখেছিল ফাইনালে তারা লড়বে ভারতের সঙ্গে। নিদাহাস ট্রফির ফাইনালের আমন্ত্রণপত্রতেও লেখা ছিল ‘শ্রীলঙ্কা বনাম ভারত।’ ভারতও কি এমন কিছু ভেবে রেখেছিল? যদি ভেবে থাকে তবে ভারতকে এখন ভাবতে হবে অন্যভাবে। কারণ রুদ্ধশ^াস জয় নিয়ে বাংলাদেশের প্রতিপক্ষ এখন ভারত। কয়েক বছর ধরে বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কটা অন্য রূপ নিয়েছে। ওয়ানডে বা টি-২০ যে লড়াই হোক, দুই দলের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা।

নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে গত দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ হারলেও এবার পারছে ভারতের সমীহ। যোগ্য দল হিসেবে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সমীহ তো করা চলেই। প্রতিপক্ষ বাংলাদেশকে বিপজ্জনক হিসেবেই দেখছে ভারতীয় ক্রিকেটাররা। বাংলাদেশে বিপক্ষে হারলেই বিপদ। চারদিক থেকে ছুটে আসবে সমালোচনার তীর। ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান তো সাংবাদিকদের বলেই ফেললেন, ‘বাংলাদেশের সঙ্গে যেকোনো ম্যাচই কঠিন। ভারত ক্রিকেট পাগল জাতি। আমরা প্রথম সারির দল নামাই বা দ্বিতীয় সারির দল, সমর্থকরা তা বুঝবে না। জিতলে অভিনন্দন জানাবে আর হারলে মিলবে তিরস্কার। আমি নিশ্চিত এবারও তার বিপরীত হবে না।’

শ্রীলঙ্কার বিপক্ষে জেতায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। তবে ভারত চায় ফাইনালে ট্রফি উঁচিয়ে ধরতে। ম্যাচ জেতার ব্যাপারেও আশাবাদী দিনেশ কার্তিক। ভারতীয় এই খেলোয়াড় সাংবাদিকদের আরো বলেন, ‘কয়েক দিন ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি। গত চার ম্যাচের তিনটিতেই পেয়েছি কাক্সিক্ষত জয়। এখন পর্যন্ত সবচেয়ে সফল দল ভারত। বাংলাদেশের সঙ্গে আমরা আরেকটা উত্তেজনাকর ম্যাচের অপেক্ষায়। খুব ভালো একটা ম্যাচ হবে বলে নিশ্চিত।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist