ক্রীড়া ডেস্ক

  ১৮ মার্চ, ২০১৮

ড্রেসিংরুমে ভাঙচুর অগ্রহণযোগ্য : নাজমুল

পরশু নিদাহাস ট্রফিতে বাংলাদেশ পেয়েছে রুদ্ধশ^াস জয়। স্বাগতিক শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে বাংলাদেশ উঠেছে ফাইনালে। আজ টাইগাররা ফাইনাল খেলবে প্রতিপক্ষ ভারতের সঙ্গে। তবে এমন জয় ছাপিয়েও উল্লেখযোগ্য হয়ে উঠেছে মাঠের ভেতর ও বাইরের বিতর্ক।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে প্রেমাদাসা স্টেডিয়াম ছিল উত্তেজনায় ঠাসা। ‘নো বল’ বিতর্কের পর বাংলাদেশ জন্ম দিয়েছে আরেকটি বিতর্ক। ম্যাচ জেতার পর বাংলাদেশি খেলোয়াড়রা ড্রেসিংরুমের দরজা ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। খেলোয়াড়দের এমন অশোভন খতিয়ে দেখছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও খেলোয়াদের ড্রেসিংরুমের দরজা ভাঙার জন্য অনুতপ্ত বলে জানিয়েছেন সাংবাদিকদের। তিনি জানান, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ড্রেসিংরুমের দরজার আয়না ভাঙার ব্যাপারটি নিয়ে অভিযোগ করেছে। আমাদের সিইও নিজামউদ্দিন চৌধুরী ফোনের মাধ্যমে তা আমাকে জানিয়েছেন।’ তিনি আরো জানান, ‘ড্রেসিংরুমে পৌঁছানোর পর আমি আয়নার ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছি। কিন্তু এমন পরিস্থিতির কোন কারণ ও কে করেছে তা খুঁজে পাইনি। আমরা চেষ্টা করছি ব্যাপারটি সম্পর্কে জানতে। হয়তো দলের কেউ উত্তেজনাবশত কাজটি করে ফেলেছে।’

মাঠের বিতর্ক বাইরে না আনার জন্য তিনি বাংলাদেশ খেলোয়াড়দের অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড শুরু থেকে বন্ধুত্বের আচরণ করে আসছে। বিপদের সময় এক বোর্ড আরেক বোর্ডের পাশে ছিল সব সময়। সামনেও দুই ক্রিকেট বোর্ড সুন্দর সম্পর্ক বজায় রাখবে এমন আশ্বাস দিয়েছেন বিসিবি প্রধান। ‘আমি মনে করি না এমন বিতর্কিত ঘটনা দুই বোর্ডের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে। আমাদের জয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড অভিনন্দন জানিছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist