ক্রীড়া ডেস্ক

  ১৭ মার্চ, ২০১৮

আট বছর পর আর্সেনাল

আর্সেন ওয়েঙ্গারের ক্যারিয়ারে ২০১৮ সাল হয়ে থাকবে উল্লেখযোগ্য বছর হিসেবে। কয়েক দিন আগে দলের বাজে পারফরম্যান্সের জন্য পড়েছিলেন চাকরি হারানোর শঙ্কায়। কিন্তু বৃহস্পতিবারের রাত সবকিছু পাল্টে দিয়েছে। আট বছর পর আর্সেনালকে তুললেন কোনো ইউরোপিয়ান আসরের শেষ আটে। সেই ২০০৯-১০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল খেলেছিল গানার্সরা। পরশু তারা দুই লেগ মিলে ৫-১ গোলে এগিয়ে থেকে শেষ করল শেষ ষোলোর অভিযান।

আর্সেনালে আছেন ১৯৯৬ থেকে। সমর্থকদের কাছে তো আর্সেনাল ও আর্সেন সমার্থক শব্দ। ওয়েঙ্গার নিণ্ডয় জানতেন কিভাবে চাপ সামাল দিতে হয়। সান সিরোতে প্রথম লেগ ২-০ গোলে জিতে আসার পর শেষ আটে এক পা দিয়ে রেখেছিল ওয়েঙ্গারের দল। পরশু এমিরেটস স্টেডিয়ামে তারা স্বাগত জানিয়েছিল ইতালিয়ান জায়ান্ট এসি মিলানকে। প্রথামার্ধে এক গোলে পিছিয়ে থেকেও ৩-১ গোলের বিশাল জয় পেয়েছে আর্সেনাল। ঘরের মাঠে হারের পর কোয়ার্টার ফাইনানে উঠার জন্য এসি মিলানের দরকার ছিল ৩-০ গোলের জয়। গেনারো গাত্তুসোর দলও নেমেছিল কোমর বেঁধে। ৩৫ মিনিটে হাকান চালহনুলগোর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে এগিয়ে যায় মিলান। ব্যবধানটা তারা ধরে রাখতে পেরেছিল ৩ মিনিটের জন্য। ডেনি ওয়েলবেকের বিতর্কিত পেনাল্টিতে সমতা ফেরায় গানাররা। বিরতির পর ৭১ মিনিটে গ্রানিত জাকার গোলে ব্যবধানটা বাড়িয়ে নেয় আর্সেনাল। ৮৪ মিনিটে মিলানের জালে হেডে তৃতীয় গোল জড়িয়ে দেন ওয়েলবেক।

মিলানের বিদায়ের রাতে বড় জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়লেও ইউরোপিয়ান লিগের আশা জিইয়ে রেখেছে ডিয়েগো সিমিওনের দল। লোকোমোটিভ মস্কোর মাঠে স্প্যানিশ ক্লাবটি পেয়েছে ৫-১ গোলের বড় জয়। দুই লেগ মিলিয়ে ৮-১ গোলে এগিয়ে থেকে শেষ আটে উঠে গেল অ্যাটলেটিকো। অ্যাটলেটিকোর পক্ষে জোড়া গোল করেন ফার্নান্দো তোরেস।

এবার ইউরোপিয়ান লিগে বড় অঘটনের জন্ম দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠের প্রথম লেগে অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গের বিপক্ষে তারা হেরে গিয়েছিল ২-১ গোলে। ফিরতি লেগে গোলশূন্য ড্র করায় বিদায় নিয়েছে জার্মান জায়ান্টরা। ৫ এপ্রিল শুরু হবে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগ।

ফলাফল

আর্সেনাল ৩:১ এসি মিলান

মস্কো ১:৫ অ্যাট. মাদ্রিদ

লিঁও ২:৩ সিএসকেএ

সাল্জবুর্গ ০:০ ডর্টমুন্ড

কিয়েভ ০:২ লাৎসিও

জেনিত ১:১ লাইপজিগ

প্লাজেন ২:১ স্পোর্টিং

বিলবাও ১:২ মার্শেই

শেষ আটে মুখোমুখি

লাইপজিগ- মার্শেই

আর্সেনাল-সিএসকেএ

অ্যাট. মাদ্রিদ-স্পোর্টিং

লাৎসিও-সালসবুর্গ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist