ক্রীড়া ডেস্ক

  ১৬ মার্চ, ২০১৮

হাথুরুর ভাবনায় সাকিব আল হাসান

অনেক উদ্বেগ-উৎকণ্ঠার পর জাতীয় দলে ফিরলেন সাকিব আল হাসান। অধিনায়কের দলে ফেরার খবরটা বাংলাদেশ দলকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। প্রতিপক্ষের সেরা খেলোয়াড় ফিরছেন, কিছুটা হলেও দুশ্চিন্তা বেড়েছে শ্রীলঙ্কার। কিন্তু লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বললেন অন্য কথা।

গত দুই মাসে সাকিবের অনুপস্থিতি বাংলাদেশ দলকে ভালোই ভুগিয়েছে। তার বাঁ হাতের আঙুলে ছুরি পর্যন্ত চালাতে হয়েছে। কিন্তু তার নির্বাসন প্রক্রিয়াটা তুলনামূলক লম্বাই হয়েছে। সাকিব ফিরছেন এমন খবরও বেরিয়েছিল কয়েকবার। কাল আবার এলো সুসংবাদটা। কিন্তু শেষ পর্যন্ত আজ সাকিব মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। হতে পারে সাকিবের ফেরার ইস্যুটি নিয়ে শ্রীলঙ্কার সঙ্গে মনস্তাত্ত্বিক খেলা খেলছে বাংলাদেশ।

সাকিব খেলুক, না খেলুক- এটা নিয়ে উদ্বিগ্ন নন শ্রীলঙ্কা কোচ হাথুরুসিংহে। তবে বিশ্বসেরা অলরাউন্ডারের দলে ফেরার খবরটা শুনেছেন লঙ্কান কোচ। বলেছেন, ‘আমি এটা (সাকিবের ফেরার খবর) জানি।’

সাকিব একাদশে ফিরলে নিঃসন্দেহে বাংলাদেশের রণকৌশলে আসবে পরিবর্তন। তবে লঙ্কানরা তাদের কৌশলে পরিবর্তন আনবে না বলে জানালেন হাথুরু। বরং সাকিবকে কিভাবে মোকাবিলা করতে হবে, সেটা নিয়ে ভাবছেন লঙ্কান কোচ। কাল ম্যাচপূর্ব সংবাদ হাথুরু বলেছেন, ‘আমরা জানি, ও খুব ভালো একজন খেলোয়াড়। সাকিব এলে ওদের সুবিধা হবে। সমন্বয়ে বদল আনতে পারে। চাইলে একজন ব্যাটসম্যান বেশি খেলাতে পারবে, চাইলে একজন বোলারও। আমরা শুধু সাকিবকে কীভাবে মোকাবিলা করতে পারি, সেটা নিয়ে ভাবছি। কীভাবে ওর ৪ ওভার ভালোভাবে সামলানো যায়, ওর ব্যাটিংয়ের সময় কীভাবে বোলিং করতে পারি, সেটাই ভাবছি।’

আজ শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচ। এই লড়াইয়ে সাকিব খেললে তিনি হতে পারেন দলের অনুপ্রেরণার উৎস। তবে হাথুরু মনে করেন, সাকিবকে নিয়ে একটু বেশিই তাড়াহুড়া করছে বাংলাদেশ দল। তিনি বলেছেন, ‘যদি সে ফিট থাকে খেলার জন্য, তাহলে এখানে মরিয়াভাবের কিছু দেখি না। ওরা ভাগ্যবান, সাকিব ঠিক সময়ে সেরে উঠেছে। যদি সেটি না হয় (পুরোপুরি ফিট), আপনার সঙ্গে একমত হব আমি (বাংলাদেশ বেশি মরিয়া)।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist