ক্রীড়া ডেস্ক

  ১৩ মার্চ, ২০১৮

রাবাদা নৈপুণ্যে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

মাথার ওপর ঝুলছে নিষেধাজ্ঞার খড়গ। তাতে কী! প্রথম ইনিংসে কাগিসো রাবাদা উইকেট নিয়েছিলেন পাঁচটি। এবার দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে প্রায় একাই ধসিয়ে দিলেন বিধ্বংসী এই পেসার। তার দুর্দান্ত নৈপুণ্যে দ্বিতীয় টেস্টে ছয় উইকেটের সহজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ফিরিয়েছে সিরিজ সমতায়। ২২ মার্চ কেপটাউনে শুরু হবে তৃতীয় টেস্ট। দক্ষিণ আফ্রিকানদের দুর্দান্ত পারফরম্যান্সে পোর্ট এলিজাবেথ টেস্ট শেষ হলো মাত্র সাড়ে তিন দিনে। কাল অজিদের দেওয়া ১০১ রানের লক্ষ্য সহজে জয় করে নেয় প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য তাদের খেলতে হয়েছে ২২.৫ বল। অবশ্য সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে একটু পা হড়কাতে হয় দক্ষিণ আফ্রিকাকে। দলীয় ২২ রানে সাজঘরে ফিরে যান ওপেনার ডিন এলগার। আরেক ওপেনার এইডন মার্করাম ব্যক্তিগত ২১ রানে জশ হ্যাজলউডের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। তবে শুরুর দিকে দুটো উইকেট হারালেও জয়ের জন্য বেগ পেতে হয়নি স্বাগতিকদের।

হাশিম আমলা ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এবি ডি ভিলিয়ার্স প্রতিরোধ গড়ে তুলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। দুজনের ৪৯ রানের জুটি ভাঙে দলীয় ৮১ রানের মাথায়। ২৭ রান করে আউট হোন আমলা। এর পরপরই ২৮ রানে ফিরেন ডি ভিলিয়ার্স। অভিজ্ঞ দুই ব্যাটসম্যানের বিদায়ের আর কোনো প্রভাব ফেলতে দেননি টিউনিস ডি ব্রুইন ও অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। তাদের ব্যাটে চড়ে চা বিরতির আগেই জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৮০ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়া কাল গুটিয়ে যায় ২৩৯ রানে। মিচেল মার্শ ৪৫ রানের পর আউট হয়ে ফিরলে অস্ট্রেলিয়া লিড নেয় ১০১ রানের। ৫৪ রানে ৬ উইকেট নিয়েছেন রাবাদা। দুই ইনিংসে ১১ উইকেট নিয়ে অবধারিতভাবেই ম্যাচ সেরা হয়েছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist