ক্রীড়া ডেস্ক

  ১২ মার্চ, ২০১৮

পিএসজি বায়ার্ন মিউনিখের গোলবন্যা

চ্যাম্পিয়নস লিগের দামামা আপাতত থেমে গেছে পার্ক দ্যু প্রিন্সেস স্টেডিয়ামে। শেষ ষোলোর বাধা টপকানো হলো না লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। ইনজুরিতে পড়ে দলের প্রধান অস্ত্র নেইমার মাঠের বাইরে। পিএসজি ছাড়া নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে নেইমারের। দলের এখন কঠিন সময়। তবু হাল ছাড়ছেন না পিএসজি কোচ উনাই এমেরি। সমর্থকদের শান্ত করতে দরকার ছিল জয়। পিএসজি এখন সেই পথেই হাঁটছে। কাল এমেরির শিষ্যরা মেত্জকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। লিগ ওয়ান নিশ্চিত। এমেরি তাই অস্ত্র পরীক্ষার জন্য পরশু মাঠে নামিয়েছিল তরুণদের। তাকে নিরাশ করেনি রিজার্ভ বেঞ্চ । ৫ মিনিটে থমাস মনিয়ের গোলে এগিয়ে যায় পিএসজি। তবে দলের বড় জয়ে দুই গোল করেছেন ফরাসি তরুণ মিডফিল্ডার ক্রিস্টোফার এনকুকু। কিলিয়ান এমবাপ্পে ও থিয়াগো সিলভার গোল ব্যবধান বড় করেছে। ২৯ ম্যাচে ৭৭ পয়েন্ট এখন পিএসজি শিরোপা ঘরে তোলার অপেক্ষায়।

পরশু বুন্দেসলিগায় বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখও। হামবুর্গকে ৬-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের প্রস্তুতিও তারা সেরে ফেলল। বায়ার্নের লিগ শিরোপা নিশ্চিত। চ্যাম্পিয়নস লিগ জয়কেই তারা এখন পাখির চোখ করেছে। বড় জয়ে হ্যাটট্রিক করেছেন রবার্ট লেফানডস্কি। দুই গোল করেছেন ফ্রাঙ্ক রিবেরি। আরেকটি গোল আরিয়েন রোবেনের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist