ক্রীড়া ডেস্ক

  ১১ মার্চ, ২০১৮

গার্দিওলার জরিমানা

স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আন্দোলন বহুদিন ধরে চালাচ্ছে কাতালানরা। গত অক্টোবরে গণভোটের আয়োজন করায় স্বাধীনতা আন্দোলনের অন্যতম দুই নেতা জোর্দি কুইশার্ত ও জোর্দি সানচেসকে আটক করে জেলে পাঠিয়েছে স্প্যানিশ সরকার। তাদের মুক্তির দাবিকে সমর্থন জানাতে গার্দিওলা ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে উইগান আথলেটিকের বিপক্ষে জামায় হলুদ রঙের ফিতা বেঁধে দাঁড়িয়েছিলেন ম্যানচেস্টার সিটির ডাগআউটে। ফুটবল মাঠে রাজনৈতিক এই বার্তাটা চোখে নেয়নি ফুটবল এসোসিয়েশন (এফএ)। তাই গার্দিওলার বিরুদ্ধে অভিযোগ তোলে সংস্থাটি। শুরুতে অভিযোগ অস্বীকার করেছিলেন গার্দিওলা। অবশেষে স্বীকার করেছেন নিজের দোষ। পরে দুঃখ প্রকাশও করেছেন তিনি। কিন্তু তাতে পার পাচ্ছেন না সিটি কোচ। গার্দিওলাকে ২৩,০০০ ইউরোর জরিমানা করেছে এফএ। পাশাপাশি তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ)।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ‘কোড অব কন্ডাক্ট’ ভাঙলে আরো কঠিন শাস্তির মুখে পড়তে পারেন বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে সফল কোচ। লিগে সিটির পরবর্তী ম্যাচ দিয়েই গার্দিওলাকে নিজেকে সংশোধনের কথা বলেছে এফএ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist