ক্রীড়া ডেস্ক

  ১১ মার্চ, ২০১৮

জিদান বললেন

ফুটবল অজ্ঞরাই বেনজেমার সমালোচক

চ্যাম্পিয়নস লিগের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বাধা সহজেই পার করেছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে জিনেদিন জিদানের দল জিতেছে ৪-২ গোলে। দল বড় ব্যবধানে জিতলেও একজনকে নিয়ে সমর্থকদের সমালোচনা থামছে না। তিনি হচ্ছেন করিম বেনজেমা।

অনেক দিন ধরে ফ্রেঞ্চ স্ট্রাইকারের পায়ে কোনো গোল নেই। পিএসজি ম্যাচে কয়েকটা সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন গোল করতে। স্বাভাবিকভাবেই রিয়াল সমর্থকদের হতাশ হওয়ার কথা। তবে দুঃসময়ে স্বদেশি ছাত্রের পাশে দাঁড়িয়েছেন কোচ জিদান। বলেছেন, ‘যারা খেলা বুঝে না তারাই করিম বেনজেমার সমালোচনা করে।’

বেনজেমা গোল না পেলেও খেলা দিয়ে মুগ্ধ করেছেন কোচ জিদানকে। জিদান আরো বলেন, ‘একজন স্ট্রাইকারের কাজ গোল করা। কিন্তু বেনজেমা গোল না পেলেও গোলে সহায়তা করছে।’

রিয়াল মাদ্রিদ-পিএসজি ম্যাচে কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছিলেন বেনজেমা। বেনজেমাকেও দেখা গেছে নিষ্প্রভ অবস্থায়। কোচ দ্বিতীয়ার্ধে বেনজেমাকে তুলে নিয়ে মাঠে নামায় গ্যারেথ বেলকে। বেল ইনজুরির কারণে অনেক দিন ধরে ফর্মে নেই। সমর্থকরাও রোনালদো বেনজেমা বেল ত্রয়ীকে অনেক দিন ধরে দেখছেন না স্বরূপে। এই মুহূর্তে রিয়ালের একমাত্র ভরসার নাম সি আর সেভেন। তবে বেনজেমার ওপরে এখনো আস্থাশীল আছেন কোচ। জিদান সমালোচকদের উল্টো খোঁচা দিয়ে বলেন, ‘বেনজেমাকে গোল করতে দেখলে আমি খুশি হব। দলের সে অন্যতম খেলোয়াড়। সে মাঠে ভালো খেলছে। গোল না পেলেও গোলে সহায়তা করছে।’

বেনজেমা দুঃসময়ে কোচকে পাশে পেয়েছেন। সংবাদ সম্মেলনে সে জানিয়েছে, পরের ম্যাচে সে কোচের আস্থা রাখতে প্রস্তুত। গোল করার পাশাপাশি গোলে সহায়তা করতে চায়। দেখার বিষয়, বেনজেমা কীভাবে সমর্থকদের মুখ বন্ধ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist