ক্রীড়া প্রতিবেদক

  ০৯ মার্চ, ২০১৮

ফুটবলার তৈরির নতুন উদ্যোগ

২৫ মার্চ থেকে শুরু হচ্ছে ‘ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ’। দেশের প্রায় সব স্কুলের মধ্যে এই রোমাঞ্চকর প্রতিযোগিতা। প্রতিভা অন্বেষণের এই প্রক্রিয়া থেকে নির্বাচিত ২৬ জন ফুটবলারকে সুযোগ দেওয়া হবে বুট ক্যাম্পে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে হবে এই নাম্বারেÑ ০৯-৬৬৬-৯৯৯-৬৬৬।

কাল রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে ‘ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে’র ট্রফি এবং জার্সি উন্মোচন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাহউদ্দিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আয়োজক ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পার্সেনাল কেয়ার ডিরেক্টর নাফিস আনোয়ার। এছাড়া অনুষ্ঠানে বাফুফে ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন বলেছেন, ‘ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপের ধারণাটা দারুণ। আশা করছি এর মাধ্যমে আমরা অনেক মেধাবী এবং প্রতিভাবান ফুটবলারকে খুঁজে পাব। এই টুর্নামেন্টে যত ধরনের সহায়তার প্রয়োজন হবে; বাফুফের পক্ষ থেকে আমরা তার সবই করব।’

বয়ষভিত্তিক এই প্রতিযোগিতা নিয়ে আশাবাদী আয়োজক প্রতিষ্ঠানের ডিরেক্টর নাফিস আনোয়ার। বলেছেন, ‘আশা করছি ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শীর্ষক জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্ট বাংলাদেশের ফুটবল অনুরাগীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist